
ছবি: সংগৃহীত।
ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন মনিটাইজেশন সুবিধা চালু করেছে। এবার থেকে স্টোরি ভিউয়ের মাধ্যমেও আয় করতে পারবেন ক্রিয়েটররা। ফেসবুকের মনিটাইজেশন সুবিধার আওতাভুক্ত সব দেশের ক্রিয়েটররা এই নতুন ফিচারের সুবিধা পাবেন।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ক্রিয়েটরের মনিটাইজেশন ইতিমধ্যেই চালু রয়েছে, তাঁদের নতুন করে কিছু করতে হবে না। তাঁরা আগের যেকোনো কনটেন্ট পুনরায় স্টোরিতে পোস্ট করেও আয় করতে পারবেন। উদাহরণস্বরূপ, কোনো ক্রিয়েটর যদি আগে রেসিপির ভিডিও তৈরি করে থাকেন এবং সেটি এখন স্টোরিতে প্রকাশ করেন, তাহলে সেই কনটেন্ট থেকেও আয় সম্ভব হবে।
টেকনোলজি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ-কে দেওয়া এক বিবৃতিতে ফেসবুকের এক প্রতিনিধি জানান, স্টোরি থেকে আয়ের পরিমাণ শুধুমাত্র ভিউয়ের ওপর নির্ভর করবে না, বরং কনটেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে। ফেসবুকের লক্ষ্য হলো কনটেন্ট নির্মাতাদের আরও বেশি সক্রিয় করা এবং প্ল্যাটফর্মে মানসম্মত কনটেন্ট বৃদ্ধি করা।
বিশেষজ্ঞরা মনে করছেন, ফেসবুকের এই পদক্ষেপ মূলত শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল। গত বছর থেকে ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস এবং রিলস অ্যাডসসহ বিভিন্ন মনিটাইজেশন সুবিধা চালু করেছে। এই উদ্যোগেরই সর্বশেষ সংযোজন স্টোরি মনিটাইজেশন।
ফেসবুকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে ঘোষণা করা হয়েছিল যে রিলসসহ অন্যান্য শর্ট ভিডিও কনটেন্ট থেকে পেমেন্ট ৮০ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে ফেসবুক ক্রিয়েটররা দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। ২০১৭ সালে মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর থেকে ফেসবুক চার মিলিয়নেরও বেশি কনটেন্ট ক্রিয়েটরকে পেমেন্ট দিয়েছে।
এই নতুন ফিচারের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুক আরও লাভজনক প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টেকক্রাঞ্চ
সায়মা ইসলাম