
ছবি: সংগৃহীত
র্যাংগস ই-মার্ট-এ শুরু হয়েছে র্যাংগস ইমার্ট ওলেড ফেয়ার। এই মেলায় গ্রাহকদের জন্য বিশেষ পুরস্কারের মধ্যে রয়েছে সাউন্ড বারসহ এলজি ৬৫ ইঞ্চি ওলেড টিভি জেতার সুযোগও।
রবিবার (২৩ মার্চ) র্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে সংশ্লিষ্টরা মেলার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন, এলজি বাংলাদেশ এর হেড অব কনজিউমার ইলেকট্রনিক্স আশিকুল ইসলাম, এলজি ইলেকট্রনিক্স এর টিভি ক্যাটাগরি হেড শামিম আহসান খান প্রমুখ।
এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন উপস্থিত বলেন, র্যাংগস ই-মার্টের সাথে এই ওলেড ফেয়ার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই ওলেড সিরিজ টেলিভিশন শুধুমাত্র উন্নত প্রযুক্তির উদাহরণ নয়, এটি আমাদের গ্রাহকদের জীবনের অংশ হয়ে তাদের বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। আমাদের লক্ষ্য সবসময় এমন পণ্য সরবরাহ করা, যা গ্রাহকদের চাহিদা পূরণ করে এবং তাদের প্রত্যাশার ঊর্ধ্বে যায়।
শহীদ