ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

এবার কল দিতে প্রয়োজন হবে না সিম কার্ডের 

প্রকাশিত: ১৮:৩০, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ১৮:৩১, ২৩ মার্চ ২০২৫

এবার কল দিতে প্রয়োজন হবে না সিম কার্ডের 

ছবি: সংগৃহীত

সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে ভয়েস কলের কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই সেবা চালু হলে সিমে নেটওয়ার্ক না থাকলেও অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এতে গ্রাহকের সরাসরি অর্থ ব্যয় হবে না।

গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে। ইতোমধ্যে পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায়, আইএসপিদের নেটওয়ার্কের মাধ্যমে ভিও ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। 

এই প্রযুক্তির মাধ্যমে স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কল ড্রপ। 

নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তির বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

বর্তমানে দেশের সাড়ে ১৮ কোটির বেশি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে চার অপারেটর, আর ব্রডব্যান্ড সেবা দিচ্ছে প্রায় ৩০০০ আইএসপি অপারেটর।

শিলা ইসলাম

×