ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

নতুন নিয়মে ফেসবুক থেকে যেভাবে টাকা আয় করবেন!

প্রকাশিত: ০৩:৪৮, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ০৩:৫৩, ২৩ মার্চ ২০২৫

নতুন নিয়মে ফেসবুক থেকে যেভাবে টাকা আয় করবেন!

ছবি: সংগৃহীত

সোশাল মিডিয়া বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল ইমরান তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আ্যকাউন্টে ফেসবুক থেকে নতুন উপায়ে টাকা উপার্জনের বিষয়ে আলোচনা করেছেন। তিনি লিখেছেন, ফেসবুক রিলস এবং অন্যান্য টুলস থেকে ডেডিকেটেডলি রেভিনিউ অনেকটা কমিয়ে দিয়েছে এটাই সত্য!

কারণ, ফেসবুক এতোদিন রিলসে গনহারে টাকা পয়সা দিয়েছে, যাতে কন্টেন্ট ক্রিয়েটররা টিকটক ছেড়ে ফেসবুক-মুখী হয় এবং ফেসবুক এখানে সফল।

এখন ফেসবুক যেটা করতেছে, সেটা হচ্ছে "কন্টেন্ট মানিটাইজেশন" থেকে রিলসের মতো বা তার চেয়েও বেশি রেভিনিউ দিচ্ছে।

যেখানে, সাধারণ পোস্ট, রিলস, ইন্সট্রিম এবং ফেসবুকে আপ্লোড করা ছবি থেকেও আলাদাভাবে "কন্টেন্ট মনিটাইজেশন" ক্যাটাগরিতে রেভিনিউ দিচ্ছে। আর এখানে রেভিনিউ দিচ্ছে পোস্টের রিচ, ভিউজ এবং এনগেইজমেন্ট এর উপর। হোক সেটা রিলস টাইপ কন্টেন্ট বা লং ভিডিও বা সাধারণ পোস্ট।

মানে,আপনার সকল ক্যাটাগরির পোস্টের ভিউজ, রিচ "কন্টেন্ট মনিটাইজেশন" রেভিনিউ এর অন্তর্ভুক্ত! 
এজন্যই অনেকেই না বুঝে বা না এনালাইসিস করে বলে বসেন যে, আমার রিলসে তো টাকা দেওয়া কমায়নি! এই হয়নি সেই হয়নি।

আপনারা একটু, মনিটাইজেশন আর্নিং এর ড্যাশবোর্ড টা চেইক করলেই দেখবেন, এই রেভিনিউ গুলো মোটেও আপনার ডেডিকেটেড রিলস বা ইন্সট্রিমের না বরং "কন্টেন্ট মনিটাইজেশন" এর।

সুতরাং, বেশি রেভিনিউ বাড়াতে, প্রতিদিন ৫-৬ টা কোয়ালিটিফুল কন্টেন্ট ( যেকোনো ক্যাটাগরির, যেটায় পাবলিক রিচ বা ভিউজ বেশি হবে) আপলোড দিতে পারেন।

সূত্র : https://www.facebook.com/share/1BY7cigqMH/

রিফাত

×