
ছবি: সংগৃহীত
মার্চ মাসটি জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা নিয়ে আসছে। কারণ, এই মাসে ঘটবে দুটি গুরুত্বপূর্ণ গ্রহণ—একটি পূর্ণ চন্দ্রগ্রহণ ও একটি আংশিক সূর্যগ্রহণ।
১৪ মার্চ: রক্তচন্দ্রের রাত
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৪ মার্চের পূর্ণ চন্দ্রগ্রহণে চাঁদ পুরোপুরি পৃথিবীর প্রচ্ছায়ায় ঢাকা পড়বে এবং ধারণ করবে এক লালচে আভা, যা 'রক্তচন্দ্র' নামে পরিচিত।
সময়: বাংলাদেশ সময় রাত ১২:২৫ মিনিটে চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে।
গতি: প্রতি সেকেন্ডে ১.০৩ কিলোমিটার।
দৃশ্যমানতা: দিগন্তরেখার ওপারে চলে যাওয়ার কারণে বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।
২৯ মার্চ: সূর্যের ৯৩% আড়ালে
২৯ মার্চ ঘটবে একটি আংশিক সূর্যগ্রহণ, যেখানে চাঁদ সূর্যের ৯৩% অংশ ঢেকে ফেলবে।
সময়: দুপুর ২:৫০ মিনিট থেকে সন্ধ্যা ৬:৪৬ মিনিট পর্যন্ত।
কারণ: সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় না থাকার কারণে এটি পূর্ণ সূর্যগ্রহণ হবে না।
দৃশ্যমানতা: বাংলাদেশ ও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।
এই দুই মহাজাগতিক ঘটনা বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞানীদের জন্য গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ।
আসিফ