
ছবি: সংগৃহীত
নরওয়ের বাসিন্দা আরভে জালমার হোলম্যানের ব্যাপারে ভুল তথ্য প্রচার করেছে চ্যাটজিপিটি।
কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত এই চ্যাট বোর্ড দাবি করেছে তিনি নিজের দুই সন্তানকে হত্যা করেছেন এবং ২১ বছর কারাদণ্ড ভোগ করেছেন। তবে বাস্তবে তিনি কখনোই কোনো অপরাধেই সঙ্গে জড়িত ছিলেন না। এই মিথ্যা তথ্য তার জন্য চরম ক্ষতিকর ও মানবাধিকার বলে অভিযোগ করেছেন তিনি।
বিশেষজ্ঞরা জানান, চ্যাটজিপিটির উত্তর থেকে বোঝা যায়, এটি কিছু সত্যের সাথে মিথ্যা তথ্য মিশিয়ে ভুল গল্প সাজায়। হোলম্যান জানান, চ্যাট বোর্ডটি তার সন্তানদের বয়স প্রায় সঠিকভাবে উল্লেখ করেছিল, যা প্রমাণ করে এর ডাটাবেসে কিছু তথ্য ছিল। কিন্তু তার ভিত্তিতেই কিছু মনগড়া ও ভিত্তিহীন গল্প তৈরি করে চ্যাটজিপিটি।
ডিজিটাল অধিকার সংস্থা ’নায়ব’, এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং ওপেন এটাই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের মতে এআই প্লাটফর্ম গুলো ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে গোপনীয়তা লঙ্ঘন করেছে এবং গোপনীয়তা লঙ্ঘন করেছে এবং ভুল তথ্য প্রচার করেছে।
শুধু হোলম্যান নয়, চ্যাটজিপিটি আরো অনেক ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন ভুল তথ্য তৈরি করেছে যা ইউরোপীয় ডাটা সংরক্ষণ নীতির লঙ্ঘন। এআই এর হ্যালুসিনেশন সমস্যার কারণে ক্রমাগত এমন ভুল তথ্য তৈরি হচ্ছে। অ্যাপল ও গুগলের এআই ও ইতিমধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বড় ভাষার মডেলগুলো কীভাবে সিদ্ধান্ত নেয় সেটি পুরোপুরি পরিস্কার নয়। এ কারণেই, চ্যাট বোর্ডের ভুল তথ্যের ঝুঁকি থেকেই যাচ্ছে।
মায়মুনা