ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

ফেসবুকে নতুন সুযোগ: এবার স্টোরি ভিউ করলেই আসবে আয়!

প্রকাশিত: ১৫:২৪, ২১ মার্চ ২০২৫

ফেসবুকে নতুন সুযোগ: এবার স্টোরি ভিউ করলেই আসবে আয়!

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যমই নয়, অনেকের জন্য উপার্জনের পথও হয়ে উঠেছে। বর্তমানে ২.৯৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন, যার মধ্যে অনেকেই রিলস ও ভিডিও পোস্ট করে আয়ের সুযোগ পান। এবার সেই তালিকায় যুক্ত হলো পাবলিক স্টোরির ভিউ! অর্থাৎ, শুধুমাত্র ভিডিও বা রিলস নয়, স্টোরি শেয়ার করেও আয় করা যাবে।

স্টোরি ভিউ থেকে আয় হবে কীভাবে?

ফেসবুক জানিয়েছে, তাদের কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে স্টোরির ভিউ থেকেও নির্মাতারা অর্থ উপার্জন করতে পারবেন। যাঁরা ইতোমধ্যেই এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত, তাঁদের জন্য এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে— কোনো অতিরিক্ত সেটআপ প্রয়োজন নেই।

কত আয় হবে, তা নির্ভর করবে স্টোরির পারফরম্যান্সের ওপর। তবে আশার খবর হলো, এতে নির্দিষ্টসংখ্যক ভিউয়ের বাধ্যবাধকতা নেই। অর্থাৎ, কম ভিউ পেলেও নির্মাতারা উপার্জনের সুযোগ পাবেন।

ফেসবুক কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধাগুলো:

 স্টোরি শেয়ার করেই অর্থ উপার্জন সম্ভব।
 ইনস্টাগ্রাম ও ফেসবুকের মনিটাইজেশন আরও সহজ হবে।
 কোনো ঝামেলা ছাড়াই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে।

বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের এই নতুন আপডেট কনটেন্ট নির্মাতাদের আরও বেশি আয়ের সুযোগ তৈরি করবে। এখন দেখার বিষয়, এটি ব্যবহারকারীদের জন্য কতটা কার্যকর হয়।
 

কানন

×