ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মহাকাশ গবেষণায় ইলন মাস্কের সহযোগী ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর!

প্রকাশিত: ০০:৩৪, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ০০:৩৪, ১৭ মার্চ ২০২৫

মহাকাশ গবেষণায় ইলন মাস্কের সহযোগী ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর!

ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর কাইরান কাজি মাত্র ১৬ বছর বয়সে স্পেসএক্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। ইলন মাস্কের এই প্রতিষ্ঠান মহাকাশ প্রযুক্তিতে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

১৪ বছর বয়সে কাইরান স্পেসএক্সে যোগ দেন, যা তাকে বিশ্বের অন্যতম কনিষ্ঠ প্রযুক্তিবিদ হিসেবে পরিচিত করে। তবে বয়স কম হওয়ায় লিংকডইন তার প্রোফাইল মুছে দেয়। ১৬ বছর পূর্ণ হওয়ার পর তিনি আবার লিংকডইনে ফিরেছেন এবং সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

স্পেসএক্সে যোগদানের আগে, তিনি ইন্টেল ল্যাবসে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করেছেন। এছাড়া, তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিয়ে প্রযুক্তি জগতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন।

কাইরানের বাবা একজন রাসায়নিক প্রকৌশলী এবং মা ওয়াল স্ট্রিটের নির্বাহী। মাত্র ১১ বছর বয়সে তিনি গণিতে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করেন এবং ১৭ বছরের আগেই কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেন।

তার এই সাফল্যের পথ সহজ ছিল না। কম বয়সের কারণে চাকরি খুঁজতে গিয়ে অনেক বাধার মুখে পড়তে হয়েছে তাকে। তবে নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এসব বাধা জয় করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এম.কে.

×