
ছবি: সংগৃহীত
এক বিস্ময়কর গবেষণায় বিজ্ঞানীরা এমন একটি বহুকোষী প্রাণীর সন্ধান পেয়েছেন, যা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে সক্ষম। হেনেগুইয়া সালমিনিকোলা (Henneguya salminicola) নামে ছোট্ট জেলিফিশ সদৃশ এই পরজীবী প্রথম জানা প্রাণী, যা অক্সিজেনের ওপর নির্ভরশীল নয়।
সাধারণত, জীবের কোষে অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপাদনের জন্য মাইটোকন্ড্রিয়াল জিনোম থাকে। কিন্তু এই পরজীবীর ক্ষেত্রে এমনটি নেই। এটি সালমন মাছের শরীরের ভেতরে বসবাস করে এবং সম্ভবত তার থেকে সরাসরি শক্তি শোষণ করে জীবনধারণ করে।
এই চাঞ্চল্যকর আবিষ্কার আমাদের জীববিজ্ঞানের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। একইসঙ্গে, এটি জ্যোতিবিজ্ঞানীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। পৃথিবীর বাইরের চরম পরিবেশেও কি এমন প্রাণীর অস্তিত্ব থাকতে পারে? অক্সিজেনবিহীন পরিবেশেও বহুকোষী প্রাণী টিকে থাকতে পারলে, মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্বের সম্ভাবনাও নতুনভাবে ভাবার দরজা খুলে দিচ্ছে।
এই গবেষণা প্রাণের অভিযোজন এবং বিবর্তন সম্পর্কে আমাদের ধারণাকে নতুন মাত্রায় নিয়ে গেছে, যা ভবিষ্যতে আরও বিস্ময়কর আবিষ্কারের পথ প্রশস্ত করতে পারে।
সূত্র: পিনাস
এম.কে.