
ছবি:সংগৃহীত
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মহাকাশে আটকে থাকা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে ফেরানোর জন্য মহাকাশে যাত্রা শুরু করেছে স্পেসএক্সের ক্রিউ-১০ মহাকাশযান। শনিবার সকালে, ভারতীয় সময় ভোর ৪টা ৩৩ মিনিটে, নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় মহাকাশযানটি।
এই অভিযানে অংশগ্রহণ করছেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি এবং রাশিয়ার রসকসমস কসমোনৌট পেসকভ। ক্রিউ-১০ মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর, সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে, বলে জানিয়েছে নাসা।
প্রথমে ১২ মার্চ মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু রকেটে ত্রুটি ধরা পড়ার কারণে উৎক্ষেপণটি বাতিল করতে বাধ্য হয় নাসা। রকেটের হাইড্রোলিক সিস্টেমে সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে সেটি চালু করা সম্ভব হয়নি। তবে, এ ঘটনায় মহাকাশযানে থাকা চারজন মহাকাশচারীকেই সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়।
গত বছর, বোয়িং স্টারলাইনার মহাকাশযান দিয়ে সুনীতা এবং তার সঙ্গী ১০ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁদের ফিরে আসা সম্ভব হয়নি। পরে, এলন মাস্কের স্পেসএক্স কোম্পানির ক্রিউ-১০ মিশনের মাধ্যমে তাঁদের ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আঁখি