ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কী আছে ৩৩ লাখ ডলার দামের বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়িতে?

প্রকাশিত: ১০:৫০, ১২ মার্চ ২০২৫; আপডেট: ১১:১৫, ১২ মার্চ ২০২৫

কী আছে ৩৩ লাখ ডলার দামের বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়িতে?

ছবি: সংগৃহীত

প্রায় ৩৩ লাখ ডলারে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি। গত ৫ই মার্চ জিরো টু জিরো নামের এই ঘড়িটি উন্মুক্ত করেন নির্মাতা প্রতিষ্ঠান শিমাদজু কর্পোরেশন। উন্মুক্ত করার পরপরই এই ঘড়িটি বিক্রি হয়ে যায়। জাপানের কিয়াটো ভিত্তিক প্রতিষ্ঠান শিমাদজু বলে, এই ঘুড়িটি এতটাই নির্ভুল যে ১০০০ বছরের সর্বোচ্চ এক সেকেন্ড সময় পরিবর্তন বা কমবেশি হতে পারে।

বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি হিসেবে খ্যাত জিরো টু জিরো নামক ঘড়িটি ৩৩ লাখ ডলারে বিক্রি হয়েছে। চওড়া ফ্রিজের মতো দেখতে এই ঘড়ির আয়তন প্রায় ২৫০ লিটার। প্রচলিত অন্যান্য অপটিক্যাল ল্যাটিস ক্লকের তুলনায় এটি আকারে ছোট। এ ধরনের ঘড়ি মূলত জটিল সব গবেষণায় ব্যবহার করা হয়। সীমাঞ্জু কর্পোরেশন দাবি করেছে, এই ঘড়িটি এতটাই নির্ভুল যে এটি ১,০০০ বছরের মধ্যে এক সেকেন্ডেরও কম সময়ের পার্থক্য দেখাতে সক্ষম। এমন এক অসাধারণ বৈশিষ্ট্যের জন্যই এটি বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

এটি আটোমিক ক্লক প্রযুক্তি ব্যবহার করে তৈরি, যার ফলে এটি সময়ের অত্যন্ত সূক্ষ্ম পরিবর্তনেও সঠিক থাকে। এর মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবী এবং মহাকাশের নির্ভুল সময় নির্ধারণে সহায়তা পেতে পারেন। এমন একটি ঘড়ি তৈরি করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, এবং এটি উন্মুক্ত হওয়ার পরপরই একে ইতিহাসের অন্যতম সেরা প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত, ঘড়িটির বিক্রির সঙ্গে জড়িত কোনো ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, তবে এর বিক্রি হওয়া মূল্য এবং বৈশিষ্ট্য বিশ্বব্যাপী এর গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে।

ফারুক

×