ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

স্কাইপ চিরতরে বন্ধ হওয়ার দিনক্ষণ জানা গেল

প্রকাশিত: ২৩:৩১, ১১ মার্চ ২০২৫

স্কাইপ চিরতরে বন্ধ হওয়ার দিনক্ষণ জানা গেল

একসময় অডিও-ভিডিও কল মানেই ছিল স্কাইপ। কোটি কোটি ইউজারের নয়নের মণি। আজ আর সে দিন নেই। জুম, স্ল্যাক-এর মতো প্ল্যাটফর্ম এসে গিয়েছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকাই দায়। তাই এবার স্কাইপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মাইক্রোসফট।

৫ মে শেষ দিন। যারা এখনও স্কাইপ ব্যবহার করেন, শেষবার তাদের রিংটোন বেজে উঠবে। তারপর বন্ধ হয়ে যাবে চিরতরে। দুই দশকের জনপ্রিয় ইন্টারনেট কলিং পরিষেবা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে মাইক্রোসফট। কোম্পানি জানিয়েছে, এখন থেকে টিমস-এর উপর কাজ করবে তারা।

কেন স্কাইপ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে মাইক্রোসফট? 

টেক বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের যুগ শুরু হওয়ার পর থেকেই স্কাইপের জনপ্রিয়তা কমছিল। এর অন্যতম কারণ প্রযুক্তি। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপগ্রেড করতে পারেনি এই ইন্টারনেট কলিং সিস্টেম। তাই ইউজারদের মন থেকেও মুছে গিয়েছে।

মাইক্রোসফট এটা বুঝতে পেরেছিল আগেই। তাই করোনার সময় যখন ওয়ার্ক-ফ্রম-হোম কালচারে বিজনেস কলের চাহিদা বাড়তে শুরু করল, তখন মাইক্রোসফট কর্পোরেট ইউজারদের টানতে অফিস অ্যাপের সঙ্গে টিমস-কে জুড়ে দেয়। ব্যাপক প্রচারও চালায়। একসময় এই সব কাজ স্কাইপেই হত।

স্কাইপ ইউজারদেরই টিমসে টেনে আনতে চাইছে মাইক্রোসফট। তাই স্কাইপের লগ ইন ডিটেইলস দিয়েই যে কোনও ডিভাইসে টিমস ব্যবহার করতে পারবেন ইউজাররা। সমস্ত চ্যাট এবং কনট্যাক্টসও স্বয়ংক্রিয়ভাবে টিমসে চলে আসবে। ইউজারদের কোনও ঝামেলা পোহাতে হবে না।

ইন্টারনেট এক্সপ্লোরার, উইন্ডোজ ফোনের মতো মাইক্রোসফটের ব্যর্থ প্রকল্পগুলোর তালিকায় এবার নাম লেখাচ্ছে স্কাইপ-ও। তবে শুধু মাইক্রোসফট নয়, অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও অনলাইন যোগাযোগের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে। গুগলও হ্যাঙ্গআউটস, ডুয়ো-এর মতো অ্যাপ চালু করেছিল। কিন্তু সেগুলোও ইউজারদের মন কাড়তে পারেনি। মুখ থুবড়ে পড়েছে।

বর্তমানে কত ইউজার স্কাইপ ব্যবহার করেন? না, সে তথ্য জানাতে অস্বীকার করেছে মাইক্রোসফট। তবে কোম্পানি জানিয়েছে, স্কাইপ বন্ধ হয়ে গেলেও, কোনও কর্মী ছাঁটাই করা হবে না। প্রসঙ্গত, বর্তমানে টিমস-এর মাসিক সক্রিয় ইউজার সংখ্যা প্রায় ৩২০ মিলিয়ন।

উল্লেখ্য, ২০১১ সালে গুগল ও ফেসবুককে টপকে ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ কিনেছিল মাইক্রোসফট। যা তখনও পর্যন্ত তাদের সবচেয়ে বড় অধিগ্রহণ ছিল। সেই সময় স্কাইপের মাসিক ইউজার ছিল ১৫০ মিলিয়ন। কিন্তু ২০২০ সালের মধ্যে এই সংখ্যা কমে প্রায় ২৩ মিলিয়নে নেমে আসে। যদিও করোনার সময় কিছুদিনের জন্য ইউজার সংখ্যা বেড়েছিল।

সজিব

×