ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

আসছে ‘অ্যাকচুয়াল ইন্টেলিজেন্স’ প্রযুক্তি, মস্তিষ্কচালিত কম্পিউটার আবিষ্কার!

প্রকাশিত: ১৯:০৯, ৯ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১১, ৯ মার্চ ২০২৫

আসছে ‘অ্যাকচুয়াল ইন্টেলিজেন্স’ প্রযুক্তি, মস্তিষ্কচালিত কম্পিউটার আবিষ্কার!

ছবি: সংগৃহীত

প্রযুক্তির দুনিয়ায় এক যুগান্তকারী আবিষ্কার— বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানব মস্তিষ্কের কোষকে সিলিকন চিপের সঙ্গে সংযুক্ত করে তৈরি করেছেন এক নতুন ধরনের সিন্থেটিক বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স।

প্রচলিত কৃত্রিম বুদ্ধিমত্তার মতো শুধুমাত্র সিলিকন চিপ নির্ভর না হয়ে, এই প্রযুক্তি সরাসরি জীবন্ত মানব স্নায়ুকোষ ব্যবহার করছে, যা একে আরও শক্তিশালী, গতিশীল এবং স্বনির্মিত শিখনক্ষমতা প্রদান করছে।

অস্ট্রেলিয়ার কর্টিক্যাল ল্যাবস উদ্ভাবিত এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সিএল১ নামের বায়োলজিক্যাল কম্পিউটারে, যা বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

সিএল১ গবেষকদের জন্য জীবন্ত নিউরাল নেটওয়ার্কের সঙ্গে সরাসরি কাজ করার এক অভিনব সুযোগ করে দিচ্ছে। গবেষণাগারে ব্যবহারের পাশাপাশি এটি ওয়েটওয়্যার-অ্যাজ-অ্যা-সার্ভিস ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে দূরবর্তীভাবে পরিচালনা করা যাবে।

বিজ্ঞানীদের আশা, এই প্রযুক্তি ওষুধ আবিষ্কার, রোগ নির্ণয় ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে বিপ্লব ঘটাবে। সিএল১ শুধুমাত্র দ্রুতগতি ও শক্তি-দক্ষতার দিক থেকে নয়, বরং এটি স্বয়ংক্রিয়ভাবে নিউরাল সংযোগ গঠন করতে সক্ষম, যা ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

কর্টিক্যাল ল্যাবস ভবিষ্যতে আরও উন্নত মিনিমাল ভাইএবল ব্রেইন নামের একটি নিউরাল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনাও করছে, যা জটিল বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে।

এই অত্যাধুনিক সিএল১ বায়োলজিক্যাল কম্পিউটারের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় পঁইত্রিশ হাজার মার্কিন ডলার, যা দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে বাজারে আসবে। তবে, যাঁরা সরাসরি হার্ডওয়্যার কিনতে পারবেন না, তাঁদের জন্য ক্লাউড-ভিত্তিক সাশ্রয়ী মূল্যের অ্যাক্সেস সুবিধাও থাকবে।

তবে, এই প্রযুক্তির নৈতিক ও সামাজিক দিক নিয়েও আলোচনা চলছে। কোর্টিকাল ল্যাবস আশ্বস্ত করেছে যে তারা কঠোর নিয়মনীতি মেনে এই প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে।

এই প্রযুক্তির অগ্রগতি কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞাকেই বদলে দিতে পারে এবং ভবিষ্যতে ব্যক্তিগত চিকিৎসা, রোবটিক্স ও স্বয়ংক্রিয় মেশিন তৈরির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।

সূত্র: কর্টিক্যাল ল্যাব

এম.কে.

×