ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর হতে কী প্রয়োজন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৪, ৯ মার্চ ২০২৫

প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর হতে কী প্রয়োজন?

কন্টেন্ট ক্রিয়েটর অনন্য জামান

কন্টেন্ট ক্রিয়েটর অনন্য জামান বলেন, কন্টেন্ট ক্রিয়েটর করতে গেলে একটা কন্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার তার সব সম্পর্কে জানতে বা বুঝতে হবে। প্রাথমিক স্টেজে শুরু করার জন্য তেমন কিছু দরকার হয় না। কারো কাছে যদি স্মার্টফোন দিয়ে যেকেউ কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। এরপর যখন এর কোয়ালিটি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তখন আস্তে আস্তে সব কিছু প্রয়োজন পড়বে।

তিনি বলেন, কোন কন্টেন্ট ক্রিয়েটর যত বেশি কোয়ালিটি ম্যান্টেন করবেন। তার তত ভালো মানের ইকুপম্যান্ট প্রয়োজন পরবে। তবে, বাংলাদেশের যে সম্ভাবনা। তাতে করে যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। সেটা একটা ঝালমুড়িওয়ালাওহতে পারে।  যেমন আমরা বলতে পারি, কিছু দিন আগে এক ঝালমুড়িওয়ালা সে কিন্তু মাইকেল জোসেফ জ্যাকসন নাচ কপি করে সাড়াজাগিয়েছে।

তিনি আরও কন্টেন্ট ক্রিয়েটর আয়ের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ভিউয়ার্সের দিক দিয়ে বাংলাদেশের চাইয়ে আমেরিকার ভিউয়ার্সের আয় বেশি হয়। যার তুলনায় বাংলাদেশের কম।

শহীদ

×