
ছবি: সংগৃহীত
কীভাবে মহাকাশচারী হওয়া সম্ভব?
নাসার বর্তমান নীতি অনুযায়ী, মহাকাশচারী হতে হলে আবেদনের জন্য নিচের যোগ্যতাগুলো থাকতে হবে:
-
মার্কিন নাগরিকত্ব
-
STEM বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (প্রকৌশল, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান বা গণিত)
-
সম্পর্কিত ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের পেশাদার অভিজ্ঞতা বা ১,০০০ ঘণ্টার জেট বিমানে পাইলট-ইন-কমান্ড অভিজ্ঞতা
-
দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা
স্নাতকোত্তরের শর্ত পূরণ করা যেতে পারে:
-
ডক্টরাল প্রোগ্রামে দুই বছরের পড়াশোনা
-
চিকিৎসাবিদ্যায় ডিগ্রি (MD বা DO)
-
ন্যাশনালি স্বীকৃত টেস্ট পাইলট স্কুলের কোর্স সম্পন্ন করা
নাসার কঠোর নির্বাচন প্রক্রিয়া
২০১৬ সালে নাসার ১৮,৩০০ জন আবেদনকারীর মধ্যে মাত্র কয়েকজন চূড়ান্তভাবে নির্বাচিত হন। প্রথম ধাপে যোগ্য প্রার্থীদের জনসন স্পেস সেন্টারে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। দ্বিতীয় দফার সাক্ষাৎকারের পরই নতুন মহাকাশচারীদের নির্বাচন করা হয়। এরপর দুই বছরের প্রশিক্ষণ পর্বে তাঁরা স্পেসওয়াক, স্পেস স্টেশন পরিচালনা, T-38 জেট বিমান চালনা ও রোবোটিক বাহু নিয়ন্ত্রণের মতো বিষয় শিখবেন।
নাসার ভবিষ্যৎ মহাকাশ অভিযানে এই নতুন মহাকাশচারীরা চাঁদ ছাড়িয়ে মঙ্গল গ্রহের প্রথম অভিযাত্রীও হতে পারেন।
আবীর