ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

আধুনিক বিজ্ঞান কি মানুষকে ধ্বংস করবে?

প্রকাশিত: ০০:৩১, ৬ মার্চ ২০২৫

আধুনিক বিজ্ঞান কি মানুষকে ধ্বংস করবে?

ছবি: সংগৃহীত

বিজ্ঞানীরা মনে করছেন, আগামী ১০০ বছরই নির্ধারণ করবে আধুনিক বিজ্ঞান মানব সভ্যতার ভবিষ্যৎ। আমরা কি বর্তমান স্তরে থাকবো, নাকি উন্নতির শিখরে পৌঁছবো? আমরা কি এই নক্ষত্রমণ্ডলে সীমাবদ্ধ থাকবো, নাকি ছড়িয়ে পড়বো অন্য নক্ষত্রমণ্ডলেও?

১৯৬৪ সালে রাশিয়ান জ্যোতির্বিজ্ঞানী নিকোলাই কারদাশেভ সভ্যতার শক্তি ব্যবহারের উপর ভিত্তি করে একটি স্কেল তৈরি করেন। এই স্কেলে সভ্যতাকে তিনটি স্তরে ভাগ করা হয়— টাইপ ওয়ান, টাইপ টু ও টাইপ থ্রি। তবে মানব সভ্যতা এখনো এই স্কেলে জায়গা করে নিতে পারেনি, কারণ আমরা এখনো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল।

তাই বর্তমানে আমরা টাইপ শূন্য সভ্যতায় রয়েছি। তাত্ত্বিক পদার্থবিদ মিচিও কাকুর মতে, আগামী ১০০ থেকে ২০০ বছরের মধ্যে মানব সভ্যতা টাইপ ওয়ান স্তরে পৌঁছাতে পারবে। এই পর্যায়ে পৌঁছালে মানুষ তার গ্রহের সমস্ত শক্তি ব্যবহার করতে সক্ষম হবে এবং জলবায়ু নিয়ন্ত্রণ, গ্রহের কক্ষপথ পরিবর্তন ও কৃত্রিম বাস্তুতন্ত্র তৈরির মতো অবিশ্বাস্য প্রযুক্তি অর্জন করবে। এমনকি নিজেদের সৌরজগতেও মহাকাশ উপনিবেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

টাইপ টু সভ্যতা হবে আরও শক্তিশালী, যেখানে একটি জাতি তার পুরো নক্ষত্রের শক্তি ব্যবহার করতে পারবে। বিজ্ঞানীরা মনে করেন, এই পর্যায়ে মানুষ ডাইসন স্ফিয়ার প্রযুক্তির মাধ্যমে সূর্যের শক্তিকে বন্দি করতে পারবে এবং সৌরজগতের সম্পূর্ণ শক্তির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে। টাইপ থ্রি সভ্যতা হবে আরও উন্নত, যেখানে পুরো ছায়াপথের সমস্ত শক্তি ব্যবহার করা সম্ভব হবে। এই স্তরে সভ্যতা এতটাই শক্তিশালী হবে যে তারা নক্ষত্র, গ্রহ, এমনকি পুরো গ্যালাক্সির শক্তিও ব্যবহার করতে পারবে।

বিজ্ঞানীরা আরও কল্পনা করেন যে সভ্যতা যদি টাইপ ফোর বা টাইপ ফাইভ স্তরে পৌঁছে যায়, তাহলে তারা পুরো মহাবিশ্বের শক্তি ব্যবহার করতে পারবে। টাইপ ফাইভ সভ্যতা এমন একটি স্তর যেখানে মানুষ সমান্তরাল মহাবিশ্বের শক্তিও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এমনকি তারা সময়ের মধ্যে ভ্রমণ করতে পারবে এবং মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের মতো ক্ষমতা অর্জন করতে পারে।

প্রশ্ন হলো, আমরা কি বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে এই অসাধারণ ভবিষ্যৎ তৈরি করতে পারবো, নাকি বিজ্ঞানের অপব্যবহার আমাদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে? মানব সভ্যতা কি মহাজাগতিক শক্তির অধিকারী হবে, নাকি নিজেই নিজের পতন ডেকে আনবে? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গহ্বরে।

ভিডিও দেখুন: https://youtu.be/sqEmc7TkcM0?si=SFESL-KZzrbWag8V

এম.কে.

×