ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

বিজ্ঞানের গতি ত্বরান্বিত করবে অক্সফোর্ড-ওপেনএআই চুক্তি!

প্রকাশিত: ২১:২৪, ৫ মার্চ ২০২৫

বিজ্ঞানের গতি ত্বরান্বিত করবে অক্সফোর্ড-ওপেনএআই চুক্তি!

ছবিঃ সংগৃহীত

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি নির্মাতা ওপেনএআই-এর সঙ্গে একটি নতুন পাঁচ বছরের অংশীদারিত্ব ঘোষণা করেছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা ও গবেষকরা উন্নতমানের AI সরঞ্জাম এবং গবেষণার জন্য অর্থায়ন সুবিধা পাবেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, শিক্ষাগ্রহণ ও গবেষণাকে আরও উন্নত করবে।

এছাড়াও, বডলিয়ান লাইব্রেরির কিছু প্রকাশ্য সংগ্রহ ডিজিটাইজ করা হবে, যা বিশ্বব্যাপী মানুষের জন্য অনলাইনে সহজলভ্য হবে।

ওপেনএআই-এর প্রধান পরিচালন কর্মকর্তা ব্র্যাড লাইটক্যাপ বলেছেন, "শিক্ষা ও গবেষণার সঙ্গে অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা এমন কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তুলতে পারি যা সবার জন্য উপকারী হবে।"

এই উদ্যোগের আওতায়, অক্সফোর্ডের গবেষকরা ওপেনএআই-এর সর্বশেষ মডেলগুলোর বিশেষ এক সংস্করণে প্রবেশাধিকার পাবেন, যা বিশেষভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ডিজাইন করা হয়েছে।

এছাড়াও, গবেষণা প্রকল্পগুলোর জন্য অনুদানের ব্যবস্থা থাকবে, যেখানে অক্সফোর্ড গবেষকরা ওপেনএআই-এর সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন।

সূত্রঃ https://www.bbc.com/news/articles/cx2eqk46dkeo

ইমরান

×