
ছবিঃ সংগৃহীত
বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব প্রযুক্তির বিকাশ অব্যাহত রেখেছে, আর এক চমকপ্রদ উদ্ভাবন হলো পানি দিয়ে গাড়ি চালানোর প্রযুক্তি। হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের গাড়ি তৈরি হচ্ছে, যা কোনো ধরনের ক্ষতিকর গ্যাস নিঃসরণ না করে পরিবেশের ক্ষতি ছাড়াই চলাচল করবে।
কীভাবে কাজ করে হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ি?
হাইড্রোজেন ফুয়েল সেল একটি শক্তি উৎপাদন ব্যবস্থা, যা পানির মধ্যে বিদ্যুৎ দিয়ে হাইড্রোজেন গ্যাস আলাদা করে এবং সেই গ্যাসকে শক্তিতে পরিণত করে গাড়ির মোটর চালানোর জন্য ব্যবহার করে। এই প্রক্রিয়ায়, পানির মধ্যে বিদ্যুৎ প্রয়োগ করে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করা হয়, এবং হাইড্রোজেন গ্যাসটি ফুয়েল সেলে প্রবাহিত হয়ে শক্তি উৎপাদন করে গাড়ি চালাতে সক্ষম হয়।
এটি পরিবেশের জন্য কীভাবে উপকারী?
হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী, কারণ এই গাড়ি চালানোর সময় একমাত্র নিঃসৃত পদার্থ হলো জলবাষ্প (H2O)। এর মাধ্যমে কোনো ধরনের কার্বন ডাই অক্সাইড (CO2) বা অন্যান্য ক্ষতিকর গ্যাস বের হয় না, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
বিশ্বজুড়ে উদাহরণ:
বর্তমানে বেশ কিছু বড় প্রতিষ্ঠান এবং দেশ হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। টয়োটা মিরাই (Toyota Mirai) এবং আলস্টমের কোরাডিয়া আইলিন্ট (Coradia iLint) ট্রেনের মতো প্রকল্পগুলি ইতোমধ্যে সফলভাবে চলছে। এসব প্রকল্প থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে, এই প্রযুক্তি শুধু ব্যক্তিগত গাড়ি নয়, বরং বৃহত্তর যানবাহন যেমন ট্রেন ও বাসেও ব্যবহার করা সম্ভব।
যদিও এই প্রযুক্তি এখনো পুরোপুরি বাণিজ্যিকভাবে প্রচলিত হয়নি, তবে এটি ভবিষ্যতে পরিবহন খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম। অনেক বিশেষজ্ঞের মতে, এই প্রযুক্তির সফল বাস্তবায়ন পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে এটি পরিবহন খাতে শূন্য কার্বন নিঃসরণ এবং পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করবে।
কানন