ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সমুদ্রের স্রোত থেকে নবায়নযোগ্য জ্বালানি তৈরি করছে জাপান!

প্রকাশিত: ১৯:৩৮, ৪ মার্চ ২০২৫

সমুদ্রের স্রোত থেকে নবায়নযোগ্য জ্বালানি তৈরি করছে জাপান!

ছবি: সংগৃহীত

জাপান টেকসই শক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল, কারণ নারু প্রণালিতে সফলভাবে চালু হয়েছে প্রথম মেগাওয়াট-স্কেল জোয়ার-বিদ্যুৎ টারবাইন AR1100।

প্রোটিয়াস মেরিন রিনিউএবলসের নির্মিত এই অত্যাধুনিক টারবাইনটি ১.১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যা গোতো দ্বীপপুঞ্জের বিদ্যুৎ চাহিদা মেটাতে পরিবেশবান্ধব সমাধান দেবে। ২০২১ সালে পরীক্ষামূলক পর্যায়ে সফলতার পর, এই প্রকল্পটি প্রমাণ করেছে যে জোয়ার-বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তির একটি নির্ভরযোগ্য ও সম্ভাবনাময় উৎস।

AR1100-তে ব্যবহার করা হয়েছে উন্নত মডুলার নকশা, রিয়েল-টাইম ব্লেড সমন্বয় এবং সীমাহীন গ্রিড ইন্টিগ্রেশন প্রযুক্তি, যা সমুদ্রস্রোতের শক্তিকে কার্যকরভাবে বিদ্যুতে রূপান্তর করতে সাহায্য করছে।

বিশ্বব্যাপী জোয়ার-বিদ্যুৎ প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে প্রোটিয়াস মেরিন রিনিউএবলস। জাপান ও যুক্তরাজ্যে মেগাওয়াট-স্কেল টারবাইন পরিচালনার মাধ্যমে সংস্থাটি নবায়নযোগ্য শক্তির জগতে নতুন মাইলফলক স্থাপন করেছে। পাশাপাশি স্কটল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে জোয়ার-বিদ্যুৎ সম্প্রসারণের পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

জাপান যখন নবায়নযোগ্য শক্তির প্রসার ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে কাজ করছে, তখন AR1100-এর সফল সংযোজন এ লক্ষ্যে দেশটির প্রতিশ্রুতি আরও জোরদার করেছে। এই অগ্রগতি বিশ্বব্যাপী এই প্রযুক্তির সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: প্রোটিয়াস মেরিন রিনিয়েবলস

এম.কে.

×