ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

৫ বছর পরই অমরত্ব লাভ করবে মানুষ, ২০ বছরের মধ্যে মানুষকে ছাড়িয়ে যাবে এআই!

প্রকাশিত: ১৯:৩৫, ৩ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৩৬, ৩ মার্চ ২০২৫

৫ বছর পরই অমরত্ব লাভ করবে মানুষ, ২০ বছরের মধ্যে মানুষকে ছাড়িয়ে যাবে এআই!

ছবি: সংগৃহীত

প্রখ্যাত ভবিষ্যৎবিদ রে কুর্জওয়েইল দাবি করেছেন যে মাত্র পাঁচ বছরের মধ্যে মানুষ অমরত্ব অর্জন করতে পারবে।

কুর্জওয়েইলের মতে, জিনতত্ত্ব, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগান্তকারী অগ্রগতি মানুষের বার্ধক্য রোধ করতে এবং এমনকি আমাদের চেতনা ডিজিটাল রূপে সংরক্ষণ করতে সক্ষম হবে।

এই ভবিষ্যদ্বাণীর মূল ভিত্তি হলো ন্যানোবট প্রযুক্তি—ক্ষুদ্র রোবট যা মানবদেহের কোষীয় স্তরে কাজ করে রোগ ও বার্ধক্য প্রতিরোধ করবে। কুর্জওয়েইল বিশ্বাস করেন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে আমরা এক সময় অনির্দিষ্টকাল ধরে জীবনযাপন করতে সক্ষম হবো, যেখানে মৃত্যু হবে শুধুমাত্র একটি বিকল্প।

যদিও এই ধারণা অনেকের কাছে বিজ্ঞান কল্পকাহিনির মতো শোনাতে পারে, কুর্জওয়েইলের অতীতের ভবিষ্যদ্বাণীগুলোর অনেকটাই সত্য প্রমাণিত হয়েছে—যেমন ইন্টারনেটের উত্থান এবং দাবায় এআই-এর আধিপত্য। তিনি আরও ভবিষ্যদ্বাণী করেছেন যে ২০৪৫ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে উঠবে, যা "সিঙ্গুলারিটি" নামে পরিচিত।

তবে ২০৩০ সালের মধ্যেই অমরত্ব সম্ভব হবে কিনা, তা নিয়ে বিতর্ক এখনো চলমান। তবে এলন মাস্কের নিউরালিংকের মতো উদ্ভাবন এবং এআই-বায়োটেকের ক্রমবর্ধমান সাফল্য ইঙ্গিত দিচ্ছে যে মানবসভ্যতা এক নতুন প্রযুক্তিগত বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

সূত্র: লাইফবোট

এম.কে.

×