ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

জিমেইল লগইন হবে আরও নিরাপদ, এবার ভেরিফিকেশনে কিউআর কোড!

প্রকাশিত: ২১:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

জিমেইল লগইন হবে আরও নিরাপদ, এবার ভেরিফিকেশনে কিউআর কোড!

হ্যাকাররা নিয়মিত সাইবার হামলা চালিয়ে জিমেইল অ্যাকাউন্টের তথ্য চুরি করার চেষ্টা করে। এ থেকে সুরক্ষা দিতে জিমেইলে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেখানে পাসওয়ার্ডের পর ব্যবহারকারীর ফোনে কোড পাঠানো হয়।

তবে এবার গুগল এসএমএস ভেরিফিকেশনের পরিবর্তে কিউআর কোডভিত্তিক নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে। গুগলের মতে, এটি অ্যাকাউন্ট নিরাপত্তা আরও বাড়াবে এবং ফিশিংসহ সাইবার আক্রমণের ঝুঁকি কমাবে।

গুগলের মুখপাত্র রস রিচেনডরফার জানান, এসএমএস কোড নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে, তাই আধুনিক ও নিরাপদ পদ্ধতি হিসেবে কিউআর কোড চালু করা হচ্ছে। এতে ছয় অঙ্কের কোডের পরিবর্তে ব্যবহারকারীকে কিউআর কোড পাঠানো হবে, যা স্ক্যান করলেই পরিচয় যাচাই সম্পন্ন হবে। আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে এ পদ্ধতি চালু করা হবে।

গুগলের তথ্যমতে, বিভিন্ন দেশে মোবাইল অপারেটরদের নিরাপত্তা ভিন্ন হওয়ায় এসএমএস পদ্ধতি পুরোপুরি নিরাপদ নয়। এছাড়া, সাম্প্রতিক ‘ট্রাফিক পাম্পিং’ বা ‘টোল ফ্রড’ প্রতারণা রোধেও নতুন পদ্ধতি কার্যকর হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

 

রাজু

×