ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

আকাশে একসাথে দৃশ্যমান হবে ৭ গ্রহ, ২০৪০ এর আগে আর দেখা যাবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আকাশে একসাথে দৃশ্যমান হবে ৭ গ্রহ, ২০৪০ এর আগে আর দেখা যাবে না

ছবি: সংগৃহিত

এই সপ্তাহে মহাকাশপ্রেমীদের জন্য একটি বিশেষ উপহার অপেক্ষা করছে। কারণ সাতটি গ্রহ- মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ এবং শনি- সবগুলোকে আকাশে উজ্জ্বল দেখা যাবে। পৃথিবী থেকে আকাশে এই সাত গ্রহ একসাথে দৃশ্যমান হওয়ার এই বিরল ঘটনাটি আগামী ২০৪০ সালে আগে আর দেখা যাবে না।

এই দৃশ্য দেখার সবচেয়ে সেরা সময় হবে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার সূর্যাস্তের পর। এরমধ্যে চারটি গ্রহবুধ, শুক্র, বৃহস্পতি, এবং মঙ্গল খালি চোখে দেখা যাবে। টেলিস্কোপের মাধ্যমে ইউরেনাস নেপচুন দেখা গেলেও শনি গ্রহ দেখা কঠিন হবে।

রয়েল অবজারভেটরি গ্রিনউইচের মহাকাশবিজ্ঞানী . এডওয়ার্ড ব্লুমার বলেন, "এটি একটি বিরল সুযোগ। এসময় সাতটি গ্রহ একসাথে এমন এক জায়গায় থাকবে যেখান থেকে সহজে এদের দেখা যাবে।"

তিনি আরও বলেন, "সবগুলো একসাথে দেখতে আপনার কাছে শুধুমাত্র কয়েক মিনিট সুযোগ থাকবে সূর্যাস্তের পর। তারপর আপনি শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল অনেক বেশি সময় ধরে দেখতে পারবেন।"

তবে এজন্য আকাশ পরিষ্কার থাকতে হবে। আবহাওয়া অনুকূলে থাকলে তবেই এই দৃশ্য দেখার সৌভাগ্য।

সূত্র: বিবিসি

এমটি

×