ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

বাজারে আসছে মোবাইল ফোনের বিকল্প স্মার্ট গ্লাস

প্রকাশিত: ২০:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বাজারে আসছে মোবাইল ফোনের বিকল্প স্মার্ট গ্লাস

ছবিঃ সংগৃহীত।

প্রযুক্তির দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের স্থান দখলে নিতে আসছে নতুন প্রযুক্তি, বিশেষ করে স্মার্ট গ্লাস। মেটার সিইও মার্ক জাকারবার্গ ভবিষ্যদ্বাণী করেছেন যে, আগামী ১০ বছরের মধ্যে মোবাইল ফোন হারিয়ে যাবে এবং তার স্থান নিতে চলেছে স্মার্ট গ্লাস। তিনি বলেন, স্মার্ট গ্লাস হবে সেই প্রযুক্তি যা মানুষের জীবন পুরোপুরি বদলে দেবে। 

স্মার্ট গ্লাসের মাধ্যমে ফোন কল, মেসেজ, স্মার্ট নেভিগেশন, ভয়েস কন্ট্রোল, হেডস আপ ডিসপ্লে এবং স্বাস্থ্য মনিটরিং-এর মতো কাজ করা যাবে। এছাড়া, এটি হালকা ও আরামদায়ক হবে, যা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সহজেই মিশে যাবে। বিশ্বের বড় দুটি প্রযুক্তি কোম্পানি মেটা এবং অ্যাপল ইতোমধ্যে এই প্রযুক্তির উন্নয়নে কাজ শুরু করেছে। 

এছাড়া, স্মার্টফোনের বিকল্প হিসেবে এআই ডিভাইসও বাজারে আসছে। র‌্যাবিট আর-১ এবং হিউম্যান এআই পিন নামের এই ডিভাইসগুলো সম্প্রতি কনজ্যুমার ইলেকট্রেনিক্স শো-তে উন্মোচন করা হয়েছে। 

তবে, স্মার্টফোনের বিকল্প হিসেবে ইলেকট্রনিক ট্যাটুর মতো প্রযুক্তিও ভবিষ্যতে আসতে পারে, যা বাজার থেকে স্মার্টফোনকে হটিয়ে দিতে সক্ষম হবে। 

মুহাম্মদ ওমর ফারুক

×