ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ডিপসিক আর চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এলো ইলন মাস্কের গ্রক-৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ডিপসিক আর চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এলো ইলন মাস্কের গ্রক-৩

ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট-আপ এক্স এআই নিয়ে এসেছে তাঁদের চ্যাটবটের লেটেস্ট ভার্সন গ্রক থ্রি। ধারণা করা হচ্ছে এটি চাইনিজ এআই ফার্ম ডিপসিক, মাইক্রোসফটের ওপেন এআই এবং অ্যালফাবেটের গুগলকে টেক্কা দিতে পারে। 

ডিপসিকের শক্তিশালী ওপেন সোর্স মডেল রিলিজ হবার কিছুদিনের মাঝেই ইলন মাস্ক তার এই নতুন এআই নিয়ে আসেন। এআই টেকনোলোজির এই কঠিন প্রতিযোগিতার মাঝে এক্স এআই এর প্রভাব বিস্তার করার জন্য মাস্ক ব্যতিব্যস্ত হয়ে ওঠেন।

মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স এর প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবাররা এখনই পেয়ে যাচ্ছেন এই চ্যাট-বটের সুবিধা। এছাড়াও মোবাইল ডিভাইসে ব্যবহারকারীদের জন্য আলাদাভাবে সুপারগ্রক এবং গ্রক.কম ওয়েবসাইটও চালু করতে যাচ্ছে এক্স এআই।

রবিবার এক্স এআই এর আরও তিন ইঞ্জিনিয়ারের সাথে এক লাইভস্ট্রিম চলাকালে মাস্ক জানান, গ্রক থ্রির নিজস্ব বিশেষত্ব থাকবে, সাথে এই ধারণাও দেন এটি আগের মডেল গ্রক টু কে ছাড়িয়ে গিয়েছে।
ডি এ ডেভিডসনের ম্যানেজিং ডিরেক্টর গিল লুরিয়া জানান, " গ্রক থ্রির আগমন ওপেন সোর্স লার্জ ল্যাংগুয়েজ মডেলগুলোর মধ্যে কর্তৃত্বের প্রতিযোগিতায় এক্স এআইকে এগিয়ে দেবে। কিছু কিছু ক্ষেত্রে এটি বর্তমানে প্রচলিত মডেলগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে, যা এক্স এআই কে আবারও আলোচনায় নিয়ে এসেছে।"
এআই মডেলগুলোর প্রতিযোগিতার মধ্যে এগিয়ে থাকতে এক্স এআই বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যার উদ্দেশ্য আরও এডভান্সড মডেল ট্রেইন করার জন্য ডাটা সেন্টারকে শক্তিশালী করে তোলা। ইতিমধ্যেই টেনেসির মেমফিসে অবস্থিত তাদের সুপার কম্পিউটার ক্লাস্টার "কলোসাস" ,পৃথিবীর সবচেয়ে বড় সুপারকম্পিউটার হিসেবে পরিচিতি পেয়েছে। 
তবে লুরিয়া বলেন, যে পরিমাণ রিসোর্স ব্যবহৃত হয়েছে গ্রক টু মডেলকে ট্রেইন করতে, সে তুলনায় এর উন্নতি খুব সামান্য। 
এর লেটেস্ট রিলিজে অবশ্য 'ডিপসার্চ' নামে নতুন একটি স্মার্ট সার্চ ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এক্স এআই এর ভাষ্যমতে, এটি একটি যুক্তিভিত্তিক চ্যাটবট, যা ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেবার সময় তার চিন্তাধারার প্রক্রিয়া প্রকাশ করতে পারে।
লাইভস্ট্রিমে দেখানো এই টুল রিসার্চ, ব্রেইনস্টর্মিং ও ডাটা এনালিসিস করতে পারে বলে জানা গেছে।

সূত্র: https://www.reuters.com/technology/artificial-intelligence/musks-xai-unveils-grok-3-ai-chatbot-rival-chatgpt-chinas-deepseek-2025-02-18/

×