ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১১তম ডিজিটাল সামিট: পরিবর্তনের পথে ডিজিটাল মার্কেটিং

প্রকাশিত: ২০:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১১তম ডিজিটাল সামিট: পরিবর্তনের পথে ডিজিটাল মার্কেটিং

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আয়োজন ডিজিটাল সামিটের ১১তম সংস্করণ। আয়োজনটির পরিবেশনায় ছিলো মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ।

 “ডিজিটাল রেনেসাঁ: ইনোভেটিং ফর টুমরো’স কনজিউমার - এই প্রতিপাদ্যকে ধারণ করে এই বছরের সামিটে ২টি কিনোট সেশন, ৪টি প্যানেল ডিসকাশন এবং ২টি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়। সেশন গুলোতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক প্রতিনিধিরা।

উদ্বোধনী বক্তব্যে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও এবং এক্সিকিউটিভ এডিটর,  সাজিদ মাহবুব বলেন, “ডিজিটাল পরিবর্তন এখন আর শুধু একটা বিকল্প নয়, বরং অত্যবশকীয়। তিনি বলেন, “আমরা এমন এক সময়ে আছি, যেখানে ডিজিটাল রূপান্তর, ব্যবসা ও ব্র্যান্ডের সাথে মানুষের যোগাযোগের ধরন বদলে দিচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের উদ্ভাবনী হতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং ভোক্তাদের চাহিদা বুঝতে হবে। এই সম্মেলনের লক্ষ্যই হলো বিশেষজ্ঞ বক্তা এবং সমবেত অতিথিদের পারস্পরিক আলোচনার মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের প্রাসঙ্গিক বিষয়গুলোকে তুলে ধরা যা আমাদের নতুনভাবে চিন্তা করতে, ভোক্তাদের সাথে আরও ভালোভাবে সংযোগ তৈরি করতে এবং ডিজিটাল জগতে সফলভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।”

১১তম ডিজিটাল সামিটে দুইটি কিনোট সেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বক্তা ছিলেন জাভেদ আখতার, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; প্রেসিডেন্ট, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই); এবং মাহতাব উদ্দিন আহমেদ, লিডারশিপ কনসালটেন্ট, টেলিকম এক্সপার্ট, প্রেসিডেন্ট, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি); ফাউন্ডার ও ম্যানেজিং পার্টনার, বিল্ডকন কনসালট্যান্সিস লিমিটেড।

জাভেদ আখতার  কী-নোট সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা-ভিত্তিক কৌশলের পরিবর্তনশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জানান, ব্যবসার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ খুবই ফলপ্রসু, যা ইউনিলিভার তাদের কার্যক্রমে গভীরভাবে সংযুক্ত করেছে। তিনি ব্যক্তিগতকরণ ও মাল্টি-চ্যানেল কৌশলের গুরুত্ব তুলে ধরেন, যা ডিজিটাল যুগের ভোক্তাদের বিভিন্ন চাহিদা পূরণে সহায়ক। এছাড়া, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং এবং উন্নত অ্যালগরিদম ব্যবহার করে বাজারের চাহিদা আগেভাগে বোঝা, ইনভেন্টরি ঠিকভাবে পরিচালনা করা এবং আরও কার্যকর বিপণন কৌশল তৈরি করা সম্ভব হচ্ছে।

প্যানেল আলোচনা গুলোতে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। হাইপার পার্সোনালাইজেশন ও অভিজ্ঞতানির্ভর অর্থনীতির মতো প্রাসঙ্গিক বিষয়ের পাশাপাশি ডেটা ভিত্তিক ক্রিয়েটিভিটির চর্চায় উদ্ভাবনের গুরুত্ব, এবং ডিজিটাল মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক ভূমিকার মতো বিষয়গুলো আলোচিত হয়।

রাজু

×