ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ধেয়ে আসছে বিশাল গ্রহাণু! ধ্বংস হবে ঢাকা?

প্রকাশিত: ১২:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ধেয়ে আসছে বিশাল গ্রহাণু! ধ্বংস হবে ঢাকা?

ছবি: সংগৃহীত।

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি মারাত্মক বিপদ। সম্প্রতি আবিষ্কৃত হয়েছে একটি গ্রহাণু, যার নাম ২০২৪ ওয়াইআর৪। এর ব্যাস প্রায় ৬০ মিটার (১৯৬ ফুট)। বিজ্ঞানীদের আশঙ্কা, এই গ্রহাণু আগামী ২০৩২ সালে পৃথিবীর খুব কাছ দিয়ে চলে আসবে।

এ সম্পর্কে তথ্য দিয়েছে নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস)। তাদের মতে, ২০৩২ সালের ২২ ডিসেম্বর এই গ্রহাণু পৃথিবীর সবচেয়ে কাছে পৌঁছাবে, এবং এর সম্ভাব্য দূরত্ব হবে মাত্র ১,০৬,২০০ কিমি। তবে গ্রহাণুটির কক্ষপথের হিসাব এখনও পুরোপুরি নির্ধারিত হয়নি, তাই এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই গ্রহাণুর আকার আনুমানিক ১৩০-৩০০ ফুট, যা সত্যিই একটি বিশাল আকার। বিজ্ঞানীরা মনে করছেন, এটি পৃথিবীর দিকে আসার পথে মাঝপথে ভেঙে যেতে পারে, যার ফলে একটি ভয়ানক বিস্ফোরণ হবে। এই বিস্ফোরণ শক্তি ৮ মেগাটন টিএনটি বিস্ফোরণের সমান হবে, এবং এর শক্তি একটি পুরো শহরকে ধ্বংস করতে সক্ষম। এমন বিশাল শক্তির কারণে, বিজ্ঞানীরা একে ‘সিটি-কিলার’ বলে অভিহিত করেছেন।

তবে, নাসা আশাবাদী যে, এই ধরনের অনেক গ্রহাণু অতীতে পৃথিবীকে বিপদে ফেলতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে সেগুলি আর কোনো বিপদ সৃষ্টি করতে পারেনি। গ্রহাণুটি প্রথমে ‘ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ওয়ার্নিং নেটওয়ার্ক’-এর মাধ্যমে এপ্রিল মাস পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে, এরপর এটি দৃশ্যমানতা হারাবে, এবং ২০২৮ সালে আবার এটি দেখা যাবে।

এটি মনে রাখতে হবে যে, এই ধরনের মহাজাগতিক বস্তু পৃথিবীর জন্য বিপদজনক হতে পারে, তবে বিজ্ঞানীরা তাদের সঠিক বিশ্লেষণ ও প্রস্তুতির মাধ্যমে সম্ভাব্য বিপদগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছেন।

তথ্য: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া।

নুসরাত

×