ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

দিনে কয়বার ফোন চার্জ করবেন? ভুল করলে ক্ষতি আপনারই!

প্রকাশিত: ০৬:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২৫

দিনে কয়বার ফোন চার্জ করবেন? ভুল করলে ক্ষতি আপনারই!

আজকের ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। তবে আমরা অনেকেই এর সঠিক যত্ন নেই না, বিশেষ করে চার্জিংয়ের ক্ষেত্রে। অনেকেই সারাদিন চার্জ দেওয়ার কথা ভুলে যান, আবার কেউ কেউ সারারাত ফোন চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। এতে ফোনের ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

দিনে কতবার ফোন চার্জ দেওয়া উচিত?

স্মার্টফোন চার্জিংয়ের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে কিছু কার্যকরী কৌশল অনুসরণ করলে ব্যাটারির আয়ু বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, দিনে অন্তত ২ বার ফোন চার্জ দেওয়া ভালো। তবে অতিরিক্ত চার্জ দেওয়া ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। অর্থাৎ, ফোনের ব্যাটারি বারবার সম্পূর্ণ চার্জ ও ডিসচার্জ করা উচিত নয়। এতে ব্যাটারির কার্যক্ষমতা দ্রুত কমে যেতে পারে।

২০-৮০ চার্জিং নিয়ম

ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে হলে ব্যবহারকারীদের ২০-৮০ নীতি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ,

ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলে চার্জ দেওয়া উচিত।

ব্যাটারি ৮০ শতাংশের বেশি চার্জ করা ঠিক নয়।

ওভারচার্জিং প্রতিরোধ

অনেক স্মার্টফোনেই ওভারচার্জিং প্রটেকশন ফিচার থাকে, যা ৮০ শতাংশ চার্জের পর চার্জ নেওয়ার গতি ধীর করে দেয়। আপনি চাইলে এই ফিচারটি চালু রাখতে পারেন, যাতে ফোন অতিরিক্ত চার্জ না নেয়।

সঠিক চার্জিং পদ্ধতি অনুসরণ করলে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে এবং ডিভাইসের কার্যক্ষমতাও অটুট থাকবে। তাই আজ থেকেই স্মার্টফোন চার্জিংয়ের সঠিক নিয়ম মেনে চলুন!

 

রাজু

×