ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

দশ বছরের মধ্যেই বিলুপ্ত হবে মোবাইল, ইশারায় কাজ হবে স্মার্ট গ্লাসে!

প্রকাশিত: ২০:২২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

দশ বছরের মধ্যেই বিলুপ্ত হবে মোবাইল, ইশারায় কাজ হবে স্মার্ট গ্লাসে!

ছবি: সংগৃহীত

প্রযুক্তির অগ্রগতির সাথে বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। মোবাইল ফোন একসময় মানুষের জীবনে বিপ্লব এনেছিল, কিন্তু এবার সেই মোবাইল ফোনের যুগও শেষ হতে চলেছে। আগামী দশ বছরের মধ্যে মোবাইল ফোন বিলুপ্ত হয়ে যাবে এবং তার স্থান দখল করবে স্মার্ট গ্লাস—এমনটাই জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

জাকারবার্গের মতে, প্রযুক্তির দ্রুত উন্নয়ন ও ডিজিটাল দুনিয়ার অগ্রযাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে মোবাইল ফোনের আর প্রয়োজন থাকবে না। স্মার্ট গ্লাস হবে এমন একটি উদ্ভাবন, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ, দ্রুত এবং স্বয়ংক্রিয় করে তুলবে। পকেটে ফোন রাখার দিন শেষ হবে, চোখের সামনেই ভেসে উঠবে যাবতীয় তথ্য, কল, বার্তা ও নেভিগেশনের সুবিধা।

স্মার্ট গ্লাসের অন্যতম বৈশিষ্ট্য হবে এর অত্যাধুনিক ফিচার, যার মধ্যে থাকবে হেডস-আপ ডিসপ্লে, ভয়েস কন্ট্রোল, স্মার্ট নেভিগেশন এবং স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধা। এই গ্লাস হবে হালকা, আরামদায়ক এবং সহজেই মানুষের দৈনন্দিন জীবনের সাথে মানিয়ে যাবে। এতে থাকবে বিল্ট-ইন হেডফোন, যা চোখের পলকে কল রিসিভ ও পাঠানোর সুবিধা দেবে।

আনুমানিকভাবে এই স্মার্ট গ্লাসের দাম ৫০০ থেকে ১৫০০ ডলারের মধ্যে হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০,০০০ থেকে ১,৫০,০০০ টাকার সমান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, উৎপাদন বাড়লে দামও ক্রমান্বয়ে সবার নাগালের মধ্যে চলে আসবে।

বিশ্বের দুই প্রযুক্তি জায়ান্ট মেটা এবং অ্যাপল ইতোমধ্যে স্মার্ট গ্লাস তৈরিতে বিশাল বিনিয়োগ করেছে। তারা কোটি কোটি ইউনিট উৎপাদনের পরিকল্পনা করছে এবং আশাবাদী যে খুব শিগগিরই এই প্রযুক্তি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে।

আগামী দশ বছর পর হয়তো মোবাইল ফোন শুধু স্মৃতির পাতায় ঠাঁই নেবে, আর প্রযুক্তির নতুন যুগে মানুষ ইশারায় পরিচালিত স্মার্ট গ্লাসের মাধ্যমে তার দৈনন্দিন কাজ সম্পন্ন করবে।

ভিডিও দেখুন: https://youtu.be/wthE_HDzMmo?si=vS2AxVPtiZlulvtF

এম.কে.

×