
ছবি: সংগৃহীত
মহাবিশ্ব ক্রমশ আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। মহাকাশের প্রসারণ দিন দিন গ্যালাক্সিগুলোকে আমাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই প্রসারণ এত দ্রুত হচ্ছে যে, বেশিরভাগ গ্যালাক্সিই আলোর গতির চেয়েও দ্রুত গতিতে সরে যাচ্ছে।
এমনকি যদি আমরা কখনো আলোর গতিতে ভ্রমণ করতে পারি, তবুও অনেক গ্যালাক্সিতে পৌঁছানো অসম্ভব হবে। বিজ্ঞানীরা বলছেন, ১৮ বিলিয়ন আলোকবর্ষ দূরের যেকোনো গ্যালাক্সি আমাদের জন্য চিরতরে হারিয়ে যাবে। সময়ের সাথে সাথে, মহাবিশ্বের মাত্র ৬ শতাংশ গ্যালাক্সি মানুষের জন্য অনুসন্ধানযোগ্য থাকবে।
এছাড়া, প্রতি বছর প্রায় ১৬০ বিলিয়ন নক্ষত্র আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে। এগুলো এক অদৃশ্য সীমারেখা অতিক্রম করে এমন জায়গায় চলে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়।
দূর ভবিষ্যতে, কেবল আমাদের স্থানীয় গ্যালাক্সি গোষ্ঠী – যেখানে মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিও রয়েছে – আমাদের নাগালের মধ্যে থাকবে। মহাবিশ্বের অন্য সব অংশ আমাদের জন্য চিরতরে হারিয়ে যাবে।
এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমরা এখন যে মহাবিশ্বকে দেখতে পারছি, তা চিরকাল আমাদের কাছে থাকবে না। সময়ের সাথে সাথে, আমাদের মহাকাশীয় প্রতিবেশীরা দূরে সরে যাবে, আর মহাবিশ্ব ক্রমশ আরও নিঃসঙ্গ হয়ে উঠবে।
এম.কে.