ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শব্দের চেয়েও ৫ গুণ দ্রুত চলবে যে ড্রোন!

প্রকাশিত: ১৯:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

শব্দের চেয়েও ৫ গুণ দ্রুত চলবে যে ড্রোন!

ছবি: সংগৃহীত

অ্যারোস্পেস প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে একসঙ্গে কাজ করবে কামিংস অ্যারোস্পেস ও এটিআরএক্স। প্রতিষ্ঠান দুটি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় তারা সুপারসনিক ও হাইপারসনিক গতিতে চলতে সক্ষম মানববিহীন বিমান (UAS) তৈরিতে সহযোগিতা করবে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এটিআরএক্সের উচ্চ-গতির এয়ার টার্বো রকেট ইঞ্জিনকে কামিংস অ্যারোস্পেসের হেলহাউন্ড ড্রোনের সাথে একীভূত করা। এতে এমন ড্রোন তৈরি হবে, যা স্বল্প খরচে শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি গতিতে উড়তে পারবে। সামরিক প্রযুক্তিতে এটি এক নতুন বিপ্লব আনবে, কারণ এই হাইপারসনিক ড্রোনগুলো শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে নজিরবিহীন গতিতে অভিযান চালাতে পারবে।

দীর্ঘমেয়াদে, দুই প্রতিষ্ঠান মহাকাশযান নির্মাণের পরিকল্পনাও করছে, যা প্রচলিত রানওয়ে থেকে উড্ডয়ন করে কক্ষপথে পৌঁছাতে পারবে। কামিংস অ্যারোস্পেসের সিইও শীলা কামিংস জানান, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে উচ্চ-গতিসম্পন্ন বিমানের গুরুত্ব অপরিসীম।

এদিকে, এটিআরএক্সের সিইও ফেলিক্স বুস্টোস III বলেছেন, এই প্রযুক্তি শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বরং ভবিষ্যতের স্যাটেলাইট উৎক্ষেপণ ও মহাকাশ অনুসন্ধানে বড় ভূমিকা রাখবে।

এই যুগান্তকারী উদ্ভাবন অ্যারোস্পেস শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: পিআর নিউজওয়্যার

এম.কে.

×