ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নতুন বাসযোগ্য গ্রহের সন্ধান

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৩:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন বাসযোগ্য গ্রহের সন্ধান

ছবি: প্রতীকী

মহাকাশ নিয়ে মানুষের জানার আগ্রহ যেন শেষ নেই। আর তাইতো  দীর্ঘদিন ধরেই পৃথিবীর মতো অন্য কোন গ্রহের খুঁজ পেতে মহাকাশে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণার ভিত্তিক সংস্থা নাসা। পৃথিবীর জনসংখ্যা যতই বাড়ুক আর কোন চিন্তা নেই। এবার পৃথিবীর বাইরেও মানুষের থাকার জন্য পর্যাপ্ত জায়গা খূঁজে পাওয়া গেছে।

এবার চিলির লা সিলা অবজারভেটরিতে হাই অ্যাকুরেসি রেডিয়াল ভেলোসিটি প্ল্যানেট সার্চার (এইচএআরপিএস) নামের স্পেকট্রোগ্রাফের পুরনো তথ্য বিশ্লেষণ করে নতুন ওই গ্রহের খোঁজ মিলেছে।

বিজ্ঞানীদের তথ্যমতে নতুন গ্রহটি আমাদের পৃথিবীর মতোই বাসযোগ্য । 

ড. ক্রেটিগনিয়ার বলেন, "এটি আমার জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত ছিল, যখন আমরা অবশেষে এই গ্রহের অস্তিত্ব নিশ্চিত করতে সক্ষম হলাম। এটি একটি বিশাল স্বস্তির বিষয় ছিল, কারণ প্রাথমিক সংকেতটি স্পেকট্রোগ্রাফের শনাক্তকরণ সীমার খুব কাছাকাছি ছিল, যা প্রথমে নিশ্চিত করতে অনেক কঠিন ছিল।"

তিনি আরও বিশ্বাস করেন, এই গ্রহটি ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে এমন মিশনগুলোর জন্য যা দূরবর্তী গ্রহে প্রাণের সম্ভাব্য রাসায়নিক চিহ্ন বা বায়োসিগনেচার খুঁজছে।

এনডিটিভি জানায়, এই গবেষণার ফলাফল জার্নাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স-এ প্রকাশিত হয়েছে এবং এটি এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে।

শহীদ

×