
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত হিউম্যানয়েড রোবট তৈরির ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল Figure AI। প্রতিষ্ঠানটি আগামী চার বছরের মধ্যে ১ লাখ রোবট বাজারে আনার পরিকল্পনা ঘোষণা করেছে।
Figure AI-এর সিইও ব্রেট অ্যাডকক জানিয়েছেন, তারা সম্প্রতি তাদের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার নিশ্চিত করেছে। তবে, কোন মার্কিন কর্পোরেট প্রতিষ্ঠান এতে যুক্ত হয়েছে, তা নিয়ে এখনো জল্পনা চলছে। কোম্পানিটি মূলত উৎপাদন, সরবরাহ শৃঙ্খলা (লজিস্টিকস) এবং স্বাস্থ্যসেবার মতো শিল্পগুলোতে বড় আকারে রোবট মোতায়েনের পরিকল্পনা করছে। তাদের তৈরি রোবটগুলো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন কাজ শেখার ও মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করবে।
এর আগেই জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউ (BMW) কোম্পানিটির প্রথম বড় গ্রাহক হিসেবে চুক্তিবদ্ধ হয়। এখন দ্বিতীয় অংশীদার যুক্ত হওয়ায় Figure AI তাদের উৎপাদন খরচ কমানো এবং বাস্তব পরিবেশে এআই প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করতে চায়।
বিশ্ববাজারে এই কোম্পানির প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনের ঝিয়ুয়ান রোবোটিকস (Zhiyuan Robotics) ও ম্যাজিকল্যাব (MagicLab)-এর মতো প্রতিষ্ঠানগুলোও দ্রুত এগিয়ে চলেছে। প্রতিযোগিতায় টিকে থাকতে Figure AI দ্রুততার সঙ্গে উন্নয়ন করছে, তাদের প্রথম রোবট Figure 01 থেকে শুরু করে উন্নত সংস্করণ Figure 02 এবং পরীক্ষামূলক পর্যায়ে থাকা Figure 03 পর্যন্ত পৌঁছেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত রোবট যত জনপ্রিয়তা পাচ্ছে, ততই এই শিল্পে প্রতিযোগিতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, Figure AI-এর এই আক্রমণাত্মক সম্প্রসারণ শ্রমবাজারে বড় পরিবর্তন আনতে পারে এবং সমাজে মানুষের ভূমিকা ও রোবটের অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।
সূত্র: ফিগার এআই
এম.কে.