ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

হোয়াটসঅ্যাপ হ্যাকড, বুঝবেন যেভাবে

প্রকাশিত: ১০:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

হোয়াটসঅ্যাপ হ্যাকড, বুঝবেন যেভাবে

যত বেশি নিরাপত্তা, তত বেশি ফাঁক ফোকর। এমনই হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি মেটা দাবি করেছে তাদের অন্যতম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাকারদের কবলে পড়েছে।

মেটা বলেছে, হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে ইসরাইলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশন। এর মধ্যে রয়েছে সাংবাদিক, রাজনৈতিকসহ অনেক লোকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

এরপরই সবাই নড়েচড়ে বসেছে। নিরাপদ মনে করে যারা হোয়াটসঅ্যাপকে ব্যবহার করত, তারা এবার সতর্ক হচ্ছে। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাকারদের কবলে—এর কিছু উপায় বাতলে দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

* খেয়াল করুন কোনো অজানা কন্টাক্ট চ্যাট লিস্টে আছে কি না। আগে ফোনে নম্বর সেভ করতে হয়। তারপর সেটা অ্যাপে আসে। কিন্তু ইউজার যদি নিজ থেকেই বিভিন্ন নম্বর হোয়াটসঅ্যাপে সেভ হতে দেখেন, তাহলে বুঝতে হবে অ্যাপ হ্যাক হয়েছে। নাহলে এমনটা হবে না।

* অজানা কন্টাক্টের সঙ্গে চ্যাট যদি থাকে। ইউজার যদি নিজে কোনো মেসেজ না পাঠান, তাহলে তা বন্ধুবান্ধব বা পরিবারের কারো কাছে যাওয়া সম্ভব নয়। কন্টাক্টের সঙ্গে যদি আপনাআপনিই চ্যাট হয়, তাহলে সেটা হ্যাক হওয়ার লক্ষণ। কারণ অন্য কোনোভাবে কন্টাক্টের কাছে চ্যাট যাওয়ার সম্ভাবনা নেই।

* যদি বারবার চেষ্টা করেও কেউ হোয়াটসঅ্যাপে লগ ইন করতে না পারেন, তাহলে সম্ভবত অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে। তাহলে বুঝতে হবে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। আসলে যার অ্যাকাউন্ট তিনি আর লগ ইন করতে পারছেন না।

* বারবার যদি আপনার ফোনে ভেরিফিকেশন কোড আসে। যদি দেখেন হোয়াটসঅ্যাপ বারবার ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে, তাহলে বিষয়টা অবহেলা করা উচিত নয়। কারণ স্বাভাবিক ক্ষেত্রে এমনটা হয় না। বুঝতে হবে, অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে।

সজিব

×