
ছবি: সংগৃহীত
অ্যাপল নতুন একটি ফিচার চালু করেছে, যা আইফোন ব্যবহারকারীদের স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর সুযোগ দেবে।
এই ফিচারটি iOS 18.3 আপডেটের মাধ্যমে এসেছে। অ্যাপল এই সেবার জন্য স্পেসএক্স ও টি-মোবাইলের সঙ্গে চুক্তি করেছে। আগে অ্যাপল শুধুমাত্র গ্লোবালস্টার স্যাটেলাইট ব্যবহার করত, কিন্তু এবার তারা প্রথমবারের মতো বিকল্প স্যাটেলাইট সংযোগ গ্রহণ করল।
নতুন ফিচারটি আপাতত শুধুমাত্র টেক্সট মেসেজ পাঠাতে ব্যবহার করা যাবে। ভবিষ্যতে এতে ছবি, গান ও ভিডিও পাঠানোর সুবিধা যুক্ত করা হবে।
ব্যবহারকারীরা সেলুলার সেটিংসে গিয়ে একটি নতুন অপশন চালু করে এই ফিচার ব্যবহার করতে পারবেন। এটি বিশেষ করে যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে খুব কাজে লাগবে।
এখনও পর্যন্ত কিছু বিটা টেস্টার এই ফিচার ব্যবহার করছেন। তাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।
টি-মোবাইল এর আগে শুধুমাত্র স্যামসাং ফোনের জন্য স্টারলিংক সংযোগ চালু করেছিল। তবে এবার আইফোনেও এটি ব্যবহার করা যাবে। ভবিষ্যতে কিছু অ্যান্ড্রয়েড ফোনেও এই সুবিধা আসতে পারে।
এই ঘোষণার পর গ্লোবালস্টার কোম্পানির শেয়ার ১১% কমে গেছে।
সূত্র: ব্লুমবার্গ
এম.কে.