ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

হিমালয়ের চেয়েও শতগুণ বড় দুটি পর্বতের সন্ধান বিজ্ঞানীদের!

প্রকাশিত: ২৩:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

হিমালয়ের চেয়েও শতগুণ বড় দুটি পর্বতের সন্ধান বিজ্ঞানীদের!

ছবি : সংগৃহীত

প্রতিনিয়ত বিজ্ঞানীরা পৃথিবী থেকে নতুন নতুন কিছু উন্মোচন করছেন, যা মানুষের কল্পনাকেও ছাপিয়ে যাচ্ছে। ঠিক তেমনি এবার বিজ্ঞানীরা দুটি পর্বতের খোঁজ পেয়েছেন, যা হিমালয়ের চেয়েও শতগুণ বড়।

তবে কোথায় অবস্থান করছে এই পর্বতগুলো?

পৃথিবীর অভ্যন্তরে কিংবা বাইরে বিজ্ঞানীরা যা উন্মোচন করেছেন, তা এখনো খুবই সামান্য। পৃথিবী সম্পর্কে অনেক কিছুই এখনো অজানা রয়ে গেছে। তবে প্রতিনিয়ত কিছু কিছু নতুন তথ্য উন্মোচন করে বিজ্ঞানীরা বিশ্বকে চমকে দিচ্ছেন। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের পরিচিতি আমাদের সবারই জানা।

কিন্তু মাউন্ট এভারেস্ট এর চেয়েও প্রায় ১০০ গুণ উঁচু দুটি পর্বতের খোঁজ পেয়েছে বিজ্ঞানীরা। কিন্তু এই পর্বতের অবস্থান পৃথিবীর গভীরে। বিজ্ঞানীদের মতে এসব পর্বত ভূপৃষ্ঠের নিচে অবস্থিত এবং এগুলোর উচ্চতা প্রায় ১০০০ কিলোমিটার। আর এই তথ্য এসেছে একটি নতুন গবেষণার মাধ্যমে, যা সম্প্রতি ন্যাচার জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণাটি জানাচ্ছে, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের নিচে দুটি বিশাল পর্বতের উপস্থিতি রয়েছে। যা পৃথিবীর কেন্দ্রে এবং মেন্টেলের সীমানায় অবস্থান করছে। এটি বিজ্ঞানীদের কাছে একটি বড় এবং চমকপ্রদ আবিষ্কার। পর্বতগুলোর বয়স প্রায় ৫০ কোটি বছর।

তবে বিজ্ঞানী অরণিউস জানিয়েছেন, এই পর্বতগুলো কি এবং কিভাবে তৈরি হয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত কোন ধারণা পাওয়া যায়নি।

এ দুটি পর্বত আসলে একটি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। যখন একটি টেকট্রনিক প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যায়, তখন সৃষ্টি হয় এসব বিশাল কাঠামো। গবেষণার ফলাফল অনুযায়ী এই পর্বতগুলো পৃথিবীর গভীরে টেকনিক প্লেটের সংঘর্ষের কারণে তৈরি হয়েছে।

বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর গভীরে এসব কাঠামো আশেপাশের টেকনিক প্লেটের চেয়ে অনেক বেশি গরম। আর ধারণা করা হচ্ছে, আমাদের ভূপৃষ্ঠের নিচের বিশাল অংশ এখনো গলিত অবস্থায় রয়েছে এবং ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। ফলে ভবিষ্যতে আরো কঠিন কাঠামো তৈরি হতে পারে।

এই নতুন আবিষ্কারটি বিজ্ঞানীদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা ভবিষ্যতে ভূমিকম্প, টেকটনিক প্লেটের সংঘর্ষ এবং পৃথিবীর ভেতরের গঠন সম্পর্কে আরো নতুন তথ্য জানার সুযোগ করে দেবে।

মো. মহিউদ্দিন

×