ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিপদ সংকেত! ফোন সুরক্ষিত রাখতে যে পরামর্শ দিয়েছে গুগল

প্রকাশিত: ১১:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিপদ সংকেত! ফোন সুরক্ষিত রাখতে যে পরামর্শ দিয়েছে গুগল

ছবি: সংগৃহিত।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে দুটি ‘জিরো ডে’ ত্রুটিসহ মোট ৪৮টি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে গুগল নতুন নিরাপত্তা আপডেট উন্মুক্ত করেছে। গুগলের তথ্যমতে, এই জিরো ডে ত্রুটিগুলো ব্যবহার করে হ্যাকাররা স্মার্টফোনে দূর থেকে ম্যালওয়্যার প্রবেশ করানোর পাশাপাশি ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে। ফলে সাইবার হামলা থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের দ্রুত ‘ফেব্রুয়ারি ২০২৫ নিরাপত্তা আপডেট’ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।

গুগল জানিয়েছে, অ্যানড্রয়েডে থাকা একটি জিরো ডে ত্রুটির মাধ্যমে ইতোমধ্যে সাইবার হামলার প্রমাণ পাওয়া গেছে। তবে অন্য একটি জিরো ডে ত্রুটি এখনো হ্যাকারদের দ্বারা কাজে লাগানো হয়নি। তবু, উভয় ত্রুটিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই কারণেই গুগল ব্যবহারকারীদের অনুরোধ করেছে যে, অ্যানড্রয়েড ফোনে দ্রুত নতুন নিরাপত্তা আপডেট ইনস্টল করতে হবে।

গুগল প্রাথমিকভাবে তাদের পিক্সেল ফোনগুলোর জন্য নতুন নিরাপত্তা আপডেট উন্মুক্ত করেছে। তবে পর্যায়ক্রমে অন্যান্য অ্যানড্রয়েড ফোনেও এই আপডেট সরবরাহ করা হবে। গুগল সতর্ক করেছে, যেকোনো সময় এই ত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো হতে পারে। তাই নিরাপত্তা আপডেটটি দ্রুত ইনস্টল করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, জিরো ডে ত্রুটি হলো সফটওয়্যারের এমন একটি দুর্বলতা, যা আবিষ্কৃত হওয়ার আগে হ্যাকাররা কাজে লাগাতে সক্ষম হয়। সফটওয়্যারের ত্রুটি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দ্রুত এর সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে। তবে প্যাঁচ উন্মুক্ত হওয়ার আগে হ্যাকাররা সেই ত্রুটিকে কাজে লাগাতে পারলে সেটিকে জিরো ডে ত্রুটি বলা হয়।

সায়মা ইসলাম

×