![কর্মী ছাঁটাই করবে ‘মেটা’ কর্মী ছাঁটাই করবে ‘মেটা’](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/03-2502111810.jpg)
ছবি: প্রতীকী
ফেসবুকের মাদার কোম্পানি ‘মেটা’ তাদের কর্মীদের দক্ষতা বিবেচনায় চাকরি থেকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এআই এবং দক্ষতার দিকে বিবেচনা করে প্রায় ৪,০০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্ক জাকারবার্গের এই কোম্পানি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন দেশের শাখাগুলো থেকে অদক্ষ কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। এ ব্যাপারে সতর্ক করে গত শুক্রবার কর্মীদের এক নোটিশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটাই করবে মেটা যা তাদের মোট কর্মীর ৫ শতাংশ। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার ১২টিরও বেশি দেশের কর্মীরা ১১-১৮ ফেব্রুয়ারি মধ্যে চাকরি হারানোর নোটিফিকেশন পাবেন। তবে এই ছাঁটাই তালিকায় জার্মানি, ফ্রান্স, ইতালি এবং নেদারল্যান্ডসের কর্মীরা অন্তর্ভুক্ত হবেন না।
মেটার সিইও মার্ক জাকারবার্গ জানুয়ারিতে কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, দক্ষতার ভিত্তিতেই কর্মী রাখা হবে, অদক্ষদের জন্য মেটাতে সুযোগ নেই। অভিজ্ঞ কর্মীদের নিয়ে কোম্পানির ভবিষ্যত নির্ধারণ হবে। নিম্ন অভিজ্ঞদের চাকরিচ্যুত করা হবে। তবে ছাঁটাই হওয়া কর্মীরা নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন বলেও জানান তিনি।
মেটার মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেনেল গেইল বলেন, চাকরি হারানো কর্মীরা একটি ইমেইল পাবেন।
শহীদ