ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

সব স্লো, জীবন স্লো, মরার ফেসবুকও স্লো!

প্রকাশিত: ২১:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সব স্লো, জীবন স্লো, মরার ফেসবুকও স্লো!

ছবিঃ সংগৃহীত

জীবন স্লো, ইন্টারনেট স্লো, মোবাইলের স্ক্রলও স্লো—তার উপর মরার ফেসবুকও স্লো! ধীরগতির এই বাস্তবতায় ভুক্তভোগীদের নীরব হাহাকার যেন মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে।

এক ফেসবুক ব্যবহারকারী "সব স্লো, জীবন স্লো, মরার ফেসবুকও স্লো!" লিখে ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেছেন। 

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে ঢুকতেই যেন একটা ইতিহাস লেখা হয়ে যায়! নোটিফিকেশন দেখতে গিয়ে মনে হয়, জীবনের সব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। নতুন পোস্ট দিতে গিয়ে কেউ কেউ ধৈর্য হারিয়ে ‘লগ আউট’ বাটনেই স্থায়ী বসবাস শুরু করেছেন।

সোশ্যাল মিডিয়া বিশ্লেষকরা বলছেন, এই স্লো ফেসবুকের কারণে অনেকে এখন বাস্তব জীবনের দিকে ঝুঁকছেন, যা এক অভূতপূর্ব পরিবর্তন! কয়েকজন নেটিজেনকে বই হাতে দেখা গেছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে সরাসরি কথা বলার দুঃসাহস দেখাচ্ছেন।

বিশ্ব ফেসবুক গবেষণা কেন্দ্রের (একেবারেই অবাস্তব) মতে, এই ধীরগতি অব্যাহত থাকলে মানুষ হয়তো আস্তে আস্তে নিজেদের পুরনো খাতা খুলে ডায়েরি লেখা শুরু করবে। তবে কয়েকজন প্রযুক্তি বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন, "ধৈর্য ধরুন, ফেসবুক দ্রুতগতিতে ফিরলে আবারও স্ক্রলিং দুনিয়ায় হারিয়ে যেতে পারবেন!"

এদিকে, এক ক্ষুব্ধ ফেসবুক ব্যবহারকারী পোস্ট দিয়েছেন— "এই গতিতে চললে ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করতে করতে মানুষ প্রকৃতই স্ট্যাটাসহীন হয়ে যাবে!" তাঁর পোস্টটি যদিও এখনো ‘লোডিং’ অবস্থায় আছে!

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1C1WXHyJaE/

মারিয়া

×