ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

মাস্কের ৯৭.৪ বিলিয়ন ডলারে ওপেনএআই কেনার প্রস্তাব নাকচ করলেন অল্টম্যান

প্রকাশিত: ১২:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

মাস্কের ৯৭.৪ বিলিয়ন ডলারে ওপেনএআই কেনার প্রস্তাব নাকচ করলেন অল্টম্যান

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্কের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সোমবার (১০ ফেব্রুয়ারি) মাস্কের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সম্পূর্ণ মালিকানা কেনার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মার্ক টোবেরফ।

তবে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি রসিকতা করে বলেন, "না, ধন্যবাদ। তবে আপনি চাইলে আমরা টুইটার ৯.৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।"

ইলন মাস্কের প্রস্তাবিত ৯৭.৪ বিলিয়ন ডলার ওপেনএআই-এর সাম্প্রতিক বাজারমূল্যের তুলনায় অনেক কম। ২০২৪ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠানটি ১৫৭ বিলিয়ন ডলার মূল্যে তহবিল সংগ্রহ করেছিল। বর্তমানে ওপেনএআই-এর সম্ভাব্য বাজারমূল্য ৩০০ বিলিয়ন ডলারের কাছাকাছি, যা মাস্কের প্রস্তাবিত মূল্যেরে চেয়ে অনেক বেশি।

ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান একসঙ্গে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ২০১৮ সালে মাস্ক সংস্থাটি ছেড়ে যান এবং এরপর থেকেই মতবিরোধ দেখা দেয়। মাস্কের মতে, ওপেনএআই প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মানবতার কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা, তবে অল্টম্যানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি লাভজনক সংস্থায় রূপ নিয়েছে, যা মাস্ক সমর্থন করেন না।

অন্যদিকে, ওপেনএআই দাবি করছে যে, উন্নত এআই মডেল তৈরির জন্য পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে হলে লাভজনক পথে হাঁটতেই হবে।

এক বিবৃতিতে মাস্ক বলেন, "এখন সময় এসেছে ওপেনএআই-কে আবারও একটি ওপেন সোর্স ও নিরাপত্তা-কেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করার, যেমনটি এটি একসময় ছিল। আমরা এটি নিশ্চিত করবো।"

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ‘স্টারগেট প্রজেক্ট’ নামে একটি বৃহৎ প্রযুক্তি প্রকল্পের ঘোষণা দিয়েছেন, যার সম্ভাব্য মূল্য ৫০০ বিলিয়ন ডলার। ওপেনএআই ও সফটব্যাংক এই প্রকল্পে প্রাথমিকভাবে ১৫ বিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে। এর লক্ষ্য হলো উন্নত কম্পিউটিং শক্তি ব্যবহার করে আরও শক্তিশালী এআই মডেল তৈরি করা।

এআই প্রযুক্তিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী প্রতিযোগিতা ও বিনিয়োগের মাত্রা ক্রমশ বাড়ছে, এবং ইলন মাস্ক ও ওপেনএআই এর দ্বন্দ্ব এই প্রতিযোগিতাকে আরও উত্তপ্ত করে তুলেছে।

ইসরাত জাহান

×