![কোরআনে ১৪০০ বছর আগেই দেয়া হয়েছিল মহাকাশ ভ্রমণের ইঙ্গিত! কোরআনে ১৪০০ বছর আগেই দেয়া হয়েছিল মহাকাশ ভ্রমণের ইঙ্গিত!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/09-2-2502102007.jpg)
ছবি: সংগৃহীত
বিজ্ঞানীরা যখন মহাকাশ ভ্রমণকে এক নতুন দিগন্ত হিসেবে আবিষ্কার করছেন, তখন বিস্ময়ের সঙ্গে দেখা যায়—১৪০০ বছর আগে পবিত্র কোরআনে এর ইঙ্গিত দেওয়া হয়েছিল। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে কোরআনের বিভিন্ন আয়াতের মিল পাওয়া যাচ্ছে, যা গবেষকদেরও ভাবিয়ে তুলছে।
বিশেষ করে, পবিত্র কোরআনের সূরা রহমানের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, "হে মানব ও জিনজাতি! নভোমণ্ডল ও ভূমণ্ডলের সীমানা অতিক্রম করতে চাইলে করো, তবে যথাযথ ক্ষমতা (ছাড়পত্র) ছাড়া তা সম্ভব নয়।"
বিজ্ঞানীরা মনে করছেন, এই আয়াত স্পষ্টভাবে মহাকাশ ভ্রমণের একটি পূর্বাভাস বহন করে।
বিজ্ঞান বলছে, মহাকাশে প্রবেশের জন্য অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি ও বিপুল শক্তির প্রয়োজন হয়। রকেটের মাধ্যমে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলয় পেরিয়ে মহাকাশে প্রবেশ করা সম্ভব, যা কোরআনের "সুলতান" শব্দের অর্থের সাথে মিলে যায়। "সুলতান" শব্দটি প্রচণ্ড শক্তি বা ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, যা আধুনিক মহাকাশ অভিযানের মূল ভিত্তি।
মানবজাতির ইতিহাসে প্রথম মহাকাশ ভ্রমণ শুরু হয় ১৯৬১ সালে, যখন সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেন। এরপর ১৯৬৯ সালে চাঁদে পা রাখেন মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং। একে একে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীনসহ বিভিন্ন দেশ মহাকাশ গবেষণায় এগিয়ে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এসব ঘটনার প্রায় ১৪০০ বছর আগেই কোরআনে এর ইঙ্গিত দেওয়া হয়েছিল।
আধুনিক বিজ্ঞান এখনো মহাকাশের সীমানা সম্পর্কে সম্পূর্ণ জানতে পারেনি। তবে সূরা রহমানের এই আয়াত শুধু মহাকাশ গবেষণাই নয়, বরং বিশ্বজগতের বিস্তৃতি ও সীমাবদ্ধতার এক গভীর বার্তা বহন করে। বিজ্ঞানীরা যতই গবেষণা চালিয়ে যাচ্ছেন, ততই কোরআনের বিভিন্ন বাণীর সাথে বিজ্ঞানের নতুন আবিষ্কারের মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন, ভবিষ্যতে মানবজাতির মহাবিশ্ব অন্বেষণের প্রয়াস আরও ব্যাপক হবে। কিন্তু সূরা রহমানের এই আয়াত মনে করিয়ে দেয় যে, সমস্ত সাফল্যের মূল চাবিকাঠি সর্বশক্তিমান স্রষ্টার ইচ্ছার ওপরই নির্ভরশীল। কোরআন যে কেবল ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানবজাতির জন্য এক অসীম জ্ঞানের উৎস, তা আবারও প্রমাণিত হচ্ছে।
ভিডিও দেখুন: https://youtu.be/lBAv0JFioAE?si=yLnDbVleK46w84vF
এম.কে.