![নিরাপত্তাঝুঁকিতে কোটি কোটি অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী নিরাপত্তাঝুঁকিতে কোটি কোটি অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Android-2502080634.jpg)
ছবি: সংগৃহীত।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দুটি 'জিরো ডে' ত্রুটি সহ ৪৮টি ত্রুটি চিহ্নিত করা হয়েছে। গুগল এই ত্রুটিগুলি সম্পর্কে অবগত হওয়ার পর সেগুলোর সমাধান করে নতুন নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েডে থাকা এই দুটি জিরো ডে ত্রুটির মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের অজান্তেই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ফোনের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে। সুতরাং, সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে ব্যবহারকারীদের দ্রুত ‘ফেব্রুয়ারি ২০২৫ নিরাপত্তা আপডেট’ ইনস্টল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গুগল আরও জানায়, অ্যান্ড্রয়েডের একটি জিরো ডে ত্রুটি কাজে লাগিয়ে ইতোমধ্যে হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য জিরো ডে ত্রুটির মাধ্যমে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দুটি ত্রুটিই অত্যন্ত বিপজ্জনক, এবং এর ফলে স্মার্টফোনের নিরাপত্তা বিপর্যস্ত হতে পারে। সুতরাং, সাইবার নিরাপত্তা রক্ষার্থে অ্যান্ড্রয়েড ফোনে নতুন নিরাপত্তা আপডেটটি অবশ্যই ইনস্টল করা প্রয়োজন।
জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যার বা সিস্টেমের দুর্বলতা, যা সনাক্ত হওয়ার পরই প্রতিষ্ঠানগুলি দ্রুত সংশোধন করে নিরাপত্তা প্যাচ প্রকাশ করে। কিন্তু যদি প্যাচ প্রকাশের আগেই হ্যাকাররা সেই দুর্বলতা ব্যবহার করতে পারে, তখন সেটিকে ‘জিরো ডে’ ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়।
নুসরাত