![হোয়াটসঅ্যাপ গ্রুপ কল কতটা নিরাপদ? হোয়াটসঅ্যাপ গ্রুপ কল কতটা নিরাপদ?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-9-2502070604.jpg)
ছবি সংগৃহীত
হোয়াটসঅ্যাপ গ্রুপ কল কি নিরাপদ? এই প্রশ্ন অনেকের মনেই আসে। এই মেসেজিং অ্যাপটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা পায়।
কেউই বাইরের থেকে চ্যাট বা কলের তথ্য দেখতে বা শুনতে পারে না। এমনকি ওয়েব সংস্করণেও গ্রুপ কলে অংশগ্রহণকারীদের আইপি অ্যাড্রেস গোপন রাখা হয়।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রুপ কলে থাকা অন্য কেউ স্ক্রিন রেকর্ড করছে কি না, তা জানা সম্ভব নয়। তাই সকল অংশগ্রহণকারীকে বিশ্বস্ত মনে না করলে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
আশিক