ছবি: প্রতীকী
১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিপক্ষে মত দিলেন বিল গেটস। সম্প্রতি প্রক্রিয়াধীন এক সিদ্ধান্তের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
বিবিসিকে বিল গেটস বলেন, যা আপনা আপনি আসে তার অতিরিক্ত ব্যবহার হতে পারে। আমি মনে করি, শিশুদের ক্ষেত্রে ফোন নিষিদ্ধের বিষয়টি ন্যয়সঙ্গত। সামাজিক মাধ্যমে নেটওয়াকিং এর ক্ষেত্রে একথা আরোও বেশি সত্য।
তাছাড়াও প্রাপ্তবয়স্করা কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে। তা নিয়ে আমাদের ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেন এই ধনকুবের। বেশিরভাগ সামাজিক মাধ্যমে একাউন্ট তৈরির সর্বনিম্ন বয়স ১৩ বছর।
তবে ২০২২ সালে যুক্তরাজ্যের নিয়স্ত্রক সংস্থা (Ofcom) জানিয়েছিল, ৮-১২ বছর বয়সির মোট সংখ্যার প্রায় চার ভাগের একভাগ বয়সিদের তাদের প্রোফাইলের বয়স ১৮ বছর বা তার বিশী বলে উল্লেখ করা আছে।
সংস্থাটি বলছে, এর মানে এসব শিশু অন্যান্য ব্যবহারকারিদের সংস্পর্শে আসা ও ক্ষতিকর কনটেন্ট দেখার ঝুঁকিতে আসতে পারে।
শহীদ