ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

টাচ ফোন ৩০, বাটন ফোন ২০ টাকা!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৩:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

টাচ ফোন ৩০, বাটন ফোন ২০ টাকা!

ছবি; সংগৃহীত

ইজতেমার মাঠ কারও কাছে পবিত্র স্থান তো কারও কাছে নতুন ব্যবসার মন্ত্র। কেউ বসিয়েছেন মেলা, কেউ আবার খুলেছেন মোবাইল চার্জিংয়ের অস্থায়ী দোকান। বিশ্ব ইজতেমার ময়দান হয়ে উঠেছে যেনো এক ব্যবসা কেন্দ্র। টাচ ফোন ৩০ টাকা আর বাটন ফোন ২০ টাকা, এটাই ব্যবসার ব্যতিক্রমী পন্থা। 

হাজার হাজার মানুষের গন্তব্য এখন টঙ্গীর তুরাগ তীর। যেখানে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার আসর। আর এখানেই সমাগম ঘটেছে দেশ বিদেশের লক্ষাধিক মুসল্লির। কিন্তু এত বিশাল আয়োজনের মাঝে মোবাইল চার্জ করানো নিয়ে সমস্যায় পড়তে হয় মুসল্লিদের। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় বাসিন্দরা গড়ে তুলেছেন অস্থায়ী মোবাইল চার্জিং স্টেশন নামের অভিনব ব্যবসা। 
 
দোকান মালিকরা জানান, মুসল্লিদের সুবিধার্থেই চালু করা হয়েছে এই সেবা। প্রায় ২০০ থেকে ২৫০ চার্জার এনে চালু করেছেন অস্থায়ী চার্জিং ব্যবস্থা, যেখানে কাঁচের র‌্যাকে মোবাইল চার্জ দিয়ে সবাইকে দেওয়া হয় টোকেন, যেন নিরাপত্তার সঙ্গে দেওয়া যায় চার্জ।

ইজতেমা ময়দানে মোবাইল চার্জের ব্যবস্থা ভালো হলেও, চার্জিং ফি কিছুটা বেশি বলে মনে করছেন মুসল্লিরা। তারা বলছেন, চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেওয়া যায়, এটা খুব ভালো একটা ব্যবস্থা। এখানে অনেককে দেখলাম এই ব্যবসাটা করছে। কিন্তু আমার মনে হয় টাকার অংকটা কিছুটা কমানো যেতে পারে।    

শহীদ

×