ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

ফ্রান্সে এআই শীর্ষ সম্মেলন: ইউরোপের জন্য ’জাগরণ সংকেত’

প্রকাশিত: ১৬:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ফ্রান্সে এআই শীর্ষ সম্মেলন: ইউরোপের জন্য ’জাগরণ সংকেত’

প্যারিস সম্মেলনে অংশগ্রহণ করবেন ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যান, এবং ডিপসিকের লিয়াং ওয়েনফেং-এর উপস্থিতি নিয়ে আলোচনা চলছে।

আগামী সপ্তাহে ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সম্মেলনে স্যাম অল্টম্যান, সুন্দর পিচাইসহ এআই ও প্রযুক্তি খাতের ৮০ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ১০ ও ১১ ফেব্রুয়ারি প্যারিসের গ্রঁ পেলেইয়ে অনুষ্ঠিত হবে সম্মেলন, যেখানে ইউরোপের এআই খাতে যুক্তরাষ্ট্র ও চীনের অগ্রগতির মুখে প্রস্তুতি জোরদার করার আহ্বান জানানো হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কার্যালয় জানিয়েছে, এই সম্মেলন ফ্রান্স ও ইউরোপের জন্য একটি সতর্কবার্তা, এবং ফ্রান্স কখনোই এআই বিপ্লব হাতছাড়া হতে দেবে না।

গুগলের ডিপমাইন্ড এআই গবেষণা ইউনিটের প্রধান ডেমিস হাসাবিস এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ককেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তাঁর উপস্থিতি নিশ্চিত হয়নি। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসসহ বেশ কিছু উচ্চপর্যায়ের প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন।

রেজা

×