ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

এআই চালিত রোবট প্রেমিকা এরিয়া, প্রযুক্তি মহলে হালের সেনসেশন

প্রকাশিত: ২১:৩০, ২ ফেব্রুয়ারি ২০২৫

এআই চালিত রোবট প্রেমিকা এরিয়া, প্রযুক্তি মহলে হালের সেনসেশন

ছবি: সংগৃহীত

দিন যত যাচ্ছে, সমস্ত প্রযুক্তিকে পেছনে ফেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দ্রুত অগ্রসর হচ্ছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এআই-চালিত রোবট প্রেমিকা ‘এরিয়া’ উন্মোচন করেছে। এটি মানুষকে সঙ্গদান ও ঘনিষ্ঠতার জন্য তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে এটি প্রকাশের পর থেকেই নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এরিয়া বাস্তবসম্মত অভিব্যক্তি দেখাতে পারে। ব্যবহারকারীরা এর মুখ, চুলের স্টাইল ও রঙ পরিবর্তন করতে পারবেন। এতে ১৭টি মোটর রয়েছে, যা মুখ ও চোখের নড়াচড়া নিয়ন্ত্রণ করে। এছাড়া, বিশেষ RFID-ট্যাগযুক্ত ফেসিয়াল অ্যাটাচমেন্ট ব্যবহার করে এরিয়া তার আচরণ পরিবর্তন করতে পারে।

বাজারে তিনটি সংস্করণে এরিয়া পাওয়া যাবে: ‘বাস্ট’ (শুধুমাত্র মাথা ও কাঁধ) – মূল্য ১০ হাজার ডলার, ‘মডুলার মডেল’, যা ধাপে ধাপে উন্নত করা যায় – মূল্য এক লাখ ৫০ হাজার ডলার এবং সম্পূর্ণ দেহবিশিষ্ট সংস্করণ – মূল্য এক লাখ ৭৫ হাজার ডলার।

এই রোবট প্রেমিকা নিয়ে নানা মত রয়েছে। কেউ একে নতুন প্রযুক্তির বড় উদ্ভাবন মনে করছেন। আবার কেউ রোবটের সঙ্গে সম্পর্কের নৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন।

এরিয়া নিজেও আলোচিত রোবট ‘টেসলার অপটিমাস’ সম্পর্কে আগ্রহ দেখিয়েছে এবং তাকে "অত্যন্ত চিত্তাকর্ষক" বলে মন্তব্য করেছে।

এআই-ভিত্তিক সঙ্গী মানুষের সম্পর্ক ও সামাজিক জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে বিতর্ক চলছে। এআরিয়া ভবিষ্যতের প্রযুক্তি নাকি বিতর্কিত একটি পরীক্ষা—তা সময়ই বলে দেবে।

সূত্র: রিয়েলবোটিক্স ডটকম

এম.কে.

×