ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

মহাকাশচারীরা প্রতিদিন ১৬ টি সূর্যোদয় দেখেন 

প্রকাশিত: ২০:৩৫, ২৬ জানুয়ারি ২০২৫

মহাকাশচারীরা প্রতিদিন ১৬ টি সূর্যোদয় দেখেন 

ছবি: সংগৃহীত

শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, সূর্য ওঠে ও ডুবে পশ্চিম আকাশে, জানিয়েছে নাসার বিজ্ঞানীরা। 

ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী ব্রিস্টল ইউনিভার্সিটি বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশন এর মাধ্যমে এই গবেষণা করেছেন যে, ২৫ কোটি বছরের পর পৃথিবী মহাপ্রলয়ে ধ্বংস হবে। এইদিকে রয়টার্সের প্রতিবেদন বলছে, মাউন্ট এভারেস্টে এর চেয়ে প্রায় ১০০ গুন উঁচু দুইটি পর্বতের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। 

একটি আছে মাটির নিচে ২৮০০ কিলোমিটার গভীরে আরেকটি আছে ৬৩৭১ কিলোমিটার পাতালে। 

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রায় ৪০০ কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আর এখান থেকে মহাকাশচারীরা প্রতিদিন ১৬ টি সূর্যোদয় এবং ১৬ টি সূর্যাস্ত দেখেন। ইলন মাস্ক ১৫ বছরের মধ্যে বাণিজ্যিক মহাকাশ পর্যটন চালু করবেন। 

সূত্রঃ https://www.youtube.com/shorts/fuDMlKg90ww

শিলা ইসলাম

×