ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

মেটার নতুন ডেটা সেন্টার কি ম্যানহাটনের সমান?

প্রকাশিত: ২১:৫০, ২৪ জানুয়ারি ২০২৫

মেটার নতুন ডেটা সেন্টার কি ম্যানহাটনের সমান?

মেটার সিইও মার্ক জাকারবার্গ ২০২৫ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য একটি বিশেষ বছর হিসেবে চিহ্নিত করেছেন। সম্প্রতি তিনি ফেসবুক পোস্টের মাধ্যেমে জানিয়েছেন, মেটা এআই বিশ্বজুড়ে ১ বিলিয়ন ব্যবহারকারীকে সেবা প্রদান করবে।

তাদের লামা ৪ এআই মডেল হয়ে উঠবে প্রযুক্তিগত উৎকর্ষতার শীর্ষ মডেল। পাশাপাশি, মেটার নিজস্ব এআই প্রকৌশলী প্রকল্প গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে কোড যোগ করবে, যা প্রযুক্তির ভবিষ্যৎ নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি আরো জানান, মেটা ইতোমধ্যে ২ গিগাওয়াটেরও বেশি ক্ষমতাসম্পন্ন একটি ডেটা সেন্টার নির্মাণ শুরু করেছে। এটি এত বড় যে ম্যানহাটনের একটি উল্লেখযোগ্য অংশকে ঢেকে ফেলতে পারে। এই প্রকল্পের অংশ হিসেবে, ২০২৫ সালে ১ গিগাওয়াটের কম্পিউটিং ক্ষমতা অনলাইনে যুক্ত হবে এবং বছরের শেষ নাগাদ ১.৩ মিলিয়নেরও বেশি জিপিইউ মেটার নেটওয়ার্কে সংযুক্ত থাকবে।

মার্ক জাকারবার্গের ঘোষণা অনুযায়ী, মেটা এ বছর কেপেক্সে (মূলধন ব্যয়) $৬০-৬৫ বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে। পাশাপাশি, এআই টিমের ব্যাপক সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। এই বিনিয়োগ শুধু প্রযুক্তির বিকাশে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি মেটার মূল পণ্য ও ব্যবসার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাকারবার্গ জানিয়েছেন, মেটার এই উদ্যোগ প্রযুক্তি খাতে আমেরিকার ঐতিহাসিক নেতৃত্ব আরও মজবুত করবে। এআই খাতে মেটার এই প্রচেষ্টা শুধু তাদের নিজস্ব ব্যবসায়িক উন্নয়নে সহায়ক হবে না, বরং বিশ্বব্যাপী প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করবে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×