ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত

ইনস্টাগ্রাম চালু করলো টিকটক-ধাঁচের ফিচার

প্রকাশিত: ০৩:৪৪, ২০ জানুয়ারি ২০২৫

ইনস্টাগ্রাম চালু করলো টিকটক-ধাঁচের ফিচার

ছবি : সংগৃহীত

ইনস্টাগ্রাম সম্প্রতি বেশ কিছু নতুন আপডেট এনেছে, যা টিকটক ব্যবহারকারীদের আকর্ষণ করার উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে একটি নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘Edits’ লঞ্চ করা, যা টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটডান্স-এর মালিকানাধীন ক্যাপকাট-এর মতোই দেখায়।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি শুক্রবার ঘোষণা করেন, ইনস্টাগ্রামের প্রোফাইল ফটো গ্রিড এখন থেকে সিগনেচার স্কয়ার আকৃতির পরিবর্তে আয়তক্ষেত্রাকৃতিতে প্রদর্শিত হবে। এটি টিকটকের প্রোফাইল পেজের লেআউটের সাথে বেশ মিল রয়েছে।

শনিবার মোসেরি জানান, ইনস্টাগ্রাম এখন রিলস ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করবে। এটি টিকটকের পদাঙ্ক অনুসরণ করে, যারা ২০২৩ সালে ব্যবহারকারীদের লম্বা ভিডিও পোস্ট করার জন্য উৎসাহিত করতে শুরু করেছিল।

মোসেরি শনিবার এক ইনস্টাগ্রাম পোস্টে বলেন, “আমরা ঐতিহাসিকভাবে শুধুমাত্র ৯০ সেকেন্ডের রিলস অনুমতি দিতাম, কারণ আমরা স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে ফোকাস করতাম। তবে যারা দীর্ঘ গল্প শেয়ার করতে চান, তাদের জন্য এটি খুবই ছোট বলে প্রতিক্রিয়া পেয়েছি।”

রবিবার, Edits অ্যাপের বিষয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিওতে মোসেরি বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে অনেক কিছু ঘটছে, এবং যাই ঘটুক না কেন, আমরা মনে করি ভিডিও নির্মাতাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ক্রিয়েটিভ টুলস তৈরি করা আমাদের দায়িত্ব।”

এই আপডেটগুলো ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখার প্রচেষ্টা হতে পারে, বিশেষ করে টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত থাকা অবস্থায়। শনিবার রাতে একটি নতুন আইন কার্যকর হওয়ার আগে টিকটক এবং ক্যাপকাট যুক্তরাষ্ট্রে তাদের অ্যাক্সেস বন্ধ করে দেয়।

তবে ইনস্টাগ্রামের নতুন ব্যবহারকারী পাওয়ার আশা দ্রুতই ভেঙে যায়। রবিবার, ডোনাল্ড ট্রাম্প টিকটকের অ্যাক্সেস পুনরুদ্ধারের জন্য একটি নির্বাহী আদেশ দেওয়ার প্রতিশ্রুতি দেন, এবং পরে টিকটক আবার চালু হয়। মেটার Edits অ্যাপের ঘোষণা, যা ইতিমধ্যে অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে তবে ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর হবে না, টিকটক পুনরায় চালু হওয়ার কয়েক ঘণ্টা পর আসে।

২০২০ সালে জনপ্রিয়তা পাওয়ার পর থেকে টিকটক ইনস্টাগ্রামের জন্য বড় প্রতিযোগিতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি ব্যবহারকারীদের মনোযোগ এবং সময় সরিয়ে নিয়েছে এবং ইনস্টাগ্রামকে তার অ্যালগরিদম পুনর্গঠনে বাধ্য করেছে। ২০২০ সালের আগস্টে, টিকটক নিষিদ্ধ করার পরিকল্পনার কয়েক দিন পর, ইনস্টাগ্রাম যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো রিলস চালু করে।

তবে টিকটক যদি আরও দীর্ঘ সময় অফলাইনে থাকত, তাতেও ব্যবহারকারীরা হয়তো ইনস্টাগ্রামের দিকে ঝুঁকতেন না। বন্ধের আগের সপ্তাহে, টিকটকের বিকল্প অ্যাপগুলো, যেমন চীনা মালিকানাধীন RedNote, জনপ্রিয়তায় বৃদ্ধি পায়। অন্যদিকে ইনস্টাগ্রামের ডাউনলোড সংখ্যা সামান্য বেড়েছে।

ইনস্টাগ্রাম এই পরিবর্তনগুলোর বিষয়ে সিএনএন জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেনি।

মো. মহিউদ্দিন

×