ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

৬ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে এক্সেনটেক পিএলসি

প্রকাশিত: ১৩:১৭, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৮, ১৮ জানুয়ারি ২০২৫

৬ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে এক্সেনটেক পিএলসি

এক্সেনটেক পিএলসি আগামী ৬ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার ২০২৫-এ অংশগ্রহণ করতে যাচ্ছে, যা ১৮, ১৯ ও ২০ জানুয়ারি ২০২৫ তারিখে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে। এই মেগা ইভেন্টটি চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং সোসাইটি ফর চট্টগ্রাম আইটি প্রফেশনালস (এসসিআইটিপি) যৌথভাবে আয়োজন করছে, যার লক্ষ্য চট্টগ্রামকে একটি আইসিটি হাব হিসেবে প্রতিষ্ঠিত করা।

এ বছর ইভেন্টটির থিম “নেক্সট টেকহাব – দ্য চট্টগ্রাম”, যা চট্টগ্রামের প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি উদ্দীপনা এবং সম্ভাবনাকে তুলে ধরে।

এক্সেনটেক তাদের ডিজিটাল সলিউশন নিয়ে স্টল ৪৮ ও ৪৯-এ উপস্থিত থাকবে। এখানে দর্শকরা এক্সেটেকের পণ্য ও সেবার কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি লাইভ ডেমো এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন।

এক্সেনটেকের এই অংশগ্রহণ চট্টগ্রামের আইসিটি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং স্থানীয় বাজারে প্রতিষ্ঠানটির দৃঢ় অবস্থান নিশ্চিত করবে।

চট্টগ্রাম আইটি ফেয়ার ২০২৫-এ স্টল ৪৮ ও ৪৯-এ এক্সেনটেকের সঙ্গে যোগ দিন এবং জানুন কীভাবে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যৎকে রূপ দিচ্ছে এক্সেনটেক।

নুসরাত

×